
সংবাদদাতা :- পাপু় লোহার, পানগড়
শুক্রবার কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় কংগ্রেসের ব্লক পার্টি অফিসে আই.এন.টি.ইউ.সির 78 তম প্রতিষ্ঠা দিবসপালন করা হলো এর পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে পানাগড় বাজার এলাকায় পথ চলতি পথচারী ও সাধারণ মানুষের জন্য ঠান্ডা পানীয় জল খাওয়ানো উদ্যোগ নেওয়া হয়। ১৯৪৭ সালের ৩রা মে তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি আচার্য জে পি কৃপালিনী এবং পন্ডিত জহরলাল নেহেরুর উদ্যোগে শ্রমিক শ্রেণীর উন্নতি এবং সাম্যের দাবি ও শ্রমিক শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে শ্রম ও শ্রেণীকে একজোট করে ডক্টর সুরেশ চন্দ্র ব্যানার্জির নেতৃত্বে আই.এন.টি.ইউ.সির জন্ম হয়। তারপর থেকে প্রতিবছর ৩রা মে আই.এন.টি.ইউ.সির প্রতিষ্ঠা দিবসপালন করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক কংগ্রেসের সভাপতি পূরব ব্যানার্জি, পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস সহ ব্লকের অন্যান্য নেতৃত্ব বৃন্দ।জাতীয় কংগ্রেসের কাঁকসার ব্লক সভাপতি পুরব ব্যানার্জি বলেন। শুক্রবারপানাগড় বাজার এলাকায় কয়েক হাজার পথ চলতি মানুষ থেকে টোটো চালক সবাই কেই ঠান্ডা পানীয় জল খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন তারা। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলবে বলে জানান তিনি । উল্লেখ্য কয়েকদিন ধরেই পানাগড় এবং তার আশপাশ জুড়ে চলছে প্রবল তাপপ্রবাহ।আর এই সময় যারা রোদে বের হয়েছে তাদের কিছুটা স্বস্তি দিতেই এই ধরনের উদ্যোগ বলে জানিয়েছেন।
