সংবাদ দাতা পাপু লোহার , পানাগড় :- অন্ধকারে পানাগড় বাজার হিন্দি হাই স্কুলের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা , মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেশ কিছুদিন আগেই বেরিয়েছে রাজ্যের বিভিন্ন স্কুলে ইতিমধ্যে ভর্তির ফরম দেওয়া শুরু হয়েছে কোথাও কোথাও ভর্তি শেষের মুখে আর সেখানে দাঁড়িয়ে পানাগড় বাজার হিন্দি হাইস্কুলে এখনো পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়নি । বিদ্যালয়ে একাদশ দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠন নিয়ে রয়েছে নানান জটিলতা পাশাপাশি স্কুল ম্যানেজিং কমিটির ও রয়েছে নানা সমস্যা যার ফলে বিড়ম্বনায় পড়েছে ২০২৪ এর মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা । কাঁকসা ব্লকের একমাত্র হিন্দি ভাষার বিদ্যালয় পানাগড় বাজারের পানাগড় বাজার হিন্দি স্কুল । যার ফলে পানাগড়ের স্থানীয় ছাত্র-ছাত্রীদের হিন্দি ভাষায় পঠন-পাঠনের জন্য পানাগড় ছড়িয়ে দুর্গাপুর অথবা বুদবুদ এর দিকে পড়তে যেতে হবে । সেখানে ও আছে সমস্যা পানাগড়ের বেশ কয়েকশো হিন্দি ভাষার ছাত্রছাত্রীরা ভর্তি হবে কি করে সেই সমস্ত স্কুল বেশি ছাত্রছাত্রী ভর্তি নেবে তা নিয়ে চিন্তার ভাঁজ ছাত্র-ছাত্রীদের তাদের অদূর ভবিষ্যৎ কি ।শনিবার ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কাঁকসা ব্লকের জাতীয় কংগ্রেসের কর্মীরা স্কুল কর্তৃপক্ষের কাছে একটি ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়ার দাবিতে একটি স্মারকলিপি জমা দেয় পাশাপাশি স্থানীয় জনগণকে জানানোর জন্য বিভিন্ন জায়গায় তারা পোস্টার দেয়।

এদিন তারা স্পষ্ট জানিয়েছেন আগামী দিনের পানাগরের হিন্দি স্কুলের ছাত্র-ছাত্রীদের যদি অন্যত্র পড়ার জন্য যেতে হয় । বা পানাগর বাজার হিন্দি স্কুলে যদি একাদশ শ্রেণীতে ভর্তি না নেওয়া হয় তাহলে জাতীয় কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে তারা ছাত্র-ছাত্রীদের সাথেই আছে বলে জানিয়েছেন পাশাপাশি স্কুল কর্তৃপক্ষকেও একপ্রকার হুশিয়ারি দিয়েছে । বিদ্যালয় কর্তৃপক্ষ জানালেন স্কুলের ম্যানেজিং কমিটির সাথে আগামী সোমবার একটি মিটিং আছে তারপরে সিদ্ধান্ত নেয়া হবে। এ বছর একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়া হবে কিনা। তার আগে কিছু বলা সম্ভব নয় এমনটা জানালেন স্কুল কর্তৃপক্ষ। ছাত্র-ছাত্রীদের প্রশ্ন আগামী দিনে পানাগড়ের বেশ কয়েকশো হিন্দি মিডিয়ামের ছাত্র-ছাত্রীদের অদূর ভবিষ্যৎ কি হবে ? বাড়ির কাছে তাদের স্কুল থাকা সত্ত্বেও কেন তাদের সময় নষ্ট করে বেশ কয়েক কিলোমিটার দূরে তাদের পড়তে যেতে হবে ? বাইরের স্কুলে সকলেই যে ভর্তি হতে পারবে তারও কোন নিশ্চয়তা নেই তাহলে সেই সমস্ত স্কুল স্টুডেন্ট এর কি হবে ? এ প্রশ্ন শুধু ছাত্র-ছাত্রীদের নয় এ প্রশ্ন পানাগড়ের আমজনতার স্কুল কর্তৃপক্ষ কেন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলছে।