23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    আবারো তরতাজা যুবকের প্রাণ গেল বুদবুদের রণডিহা ড্যামে ।

    বুদবুদ:- দামোদর নদীর বুদবুদের রণডিহা ড্যামে আবারো প্রাণ গেলো এক তরতাজা যুবকের। আর কত প্রাণের বলি হবে, রণডিহা ড্যামে, বারবার স্থানীয়রা এই নিয়ে বিক্ষোভ করলেও আজও অবধি সুরক্ষার কোন বন্দোবস্ত হয়ে উঠলো না যাতে করে আর কোন প্রাণ না যায় । প্রতিবার শুধু আশ্বাস দেয়া হয় আর সেই আশ্বাসে হয়নি কোন সুরাহা । তার উপর এই ড্যাম চত্বরে বালি মাফিয়াদের দৌরাত্ম্য এলাকার স্থানীয় বাসিন্দারা তারা অনুমান করেছিলেন ড্যামের পাশ থেকে বালি তুললে নদীর গতিপথ পরিবর্তন হবে অথবা নদীর নদীর ওপর গর্তের সৃষ্টি হবে যার ফলে ঘটবে দুর্ঘটনা। সেই অনুমান একমাস না পেরোতে না পেরেতেই সত্য প্রমাণিত হলো।  গত একমাস আগে বুদবুদের রণডিহা ড্যামের কাছে বেআইনিভাবে বালি পাচারের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও টনক নড়েনি প্রশাসনের। সেই সময় ওই এলাকার এক বালি মাফিয়া দিলীপ ঘোষ ফোনে জানিয়েছিলেন  তারা নাকি পুলিশকে টাকা দিয়েই বালি তোলার কাজ করেন। শুক্রবার দামোদর নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলো এক যুবক।

    IMG 20240614 WA0000

    ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ৩টে নাগাদ বুদবুদের রণডিহা ড্যামে। দুর্ঘটনার খবর পেয়ে এদিন বিকালে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। এলাকা  সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে ৬ জন যুবক দুর্গাপুরের এম এ এম সি থেকে রণডিহা ড্যামে ঘুরতে আসে। দুপুর ৩টে নাগাদ সকলেই ড্যামে স্নান করতে নামে। হঠাৎই অভিষেক সিং নামের বছর ২৪ এর যুবক জলে তলিয়ে যায়। এর পরেই তার বন্ধুরা জল থেকে উঠে পালিয়ে যায় বলে জানা গেছে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ পৌঁছে স্থানীয় জেলে দের নিয়ে উদ্ধার কাজ শুরু করে। তবে সন্ধ্যা নেমে আসায় উদ্ধার কাজ এদিনের মত বন্ধ থাকে। শনিবার সকালে ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি দল তলিয়ে যাওয়া যুবক কে উদ্ধার করার কাজ শুরু করবে বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয়দের অভিযোগ বারবার ওই এলাকায় জলে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম নজরদারি থাকে না। প্রশাসনের নজরদারির অভাবে বারবার এই ধরণের ঘটনা ঘটেই চলেছে বলে জানাচ্ছেন স্থানীয়রা ।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img