23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    কে.টি.এম আই সি পি এল দু নম্বর কলোনিতে উদ্যোক্তাদের বার্তা ছাত্র যুব মোবাইল ছাড়ো খেলার মাঠে ফেরো।

    পাপু লোহার, কাঁকসা :- গোটা বিশ্ব যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ জ্বরে কাবু অন্যদিকে প্রচন্ড গরমের দাবদাহ এই দুই কে উপেক্ষা করেই গত এক মাস ধরে কাঁকসার দু নম্বর কলোনিতে কদম তলার মাঠে চলছিল এবছরের ৬ তম সেশনের কে.টি.এম আই সি পি এল ক্রিকেট টুর্নামেন্ট ।ক্রিকেটের জনপ্রিয় লিগ আইপিএল তারই অনুকরণেই তাদের এই টুর্নামেন্ট । রবিবার তার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো। প্রথমে কাঁকসার ৮ টি কমেটি কাঁকসা এলাকার ক্রিকেটারদের একটি নিলাম হয় সেই নিলামে সঠিক কমিটি তাদের খেলোয়াড় কিনে নেয় তারপর বিগত ১ মাস ধরে চলে আই সি পি এল এর খেলা ।

    IMG 20240624 132605

    বি.আর ব্লাস্টার ও বিটি একাদশ পরস্পরের মুখোমুখি হয় চূড়ান্ত পর্যায়ে খেলায় রবিবার।চূড়ান্ত পর্যায়ে খেলায় বিটি একাদশ এদিন বি.আর ব্লাস্টার কে ৬৪ রানে পরাজিত করে।আইপিএলের এক উদ্যোক্তা জানিয়েছেন সম্পূর্ণ খেলাটি আইপিএলের অনুকরণ হয়েছে এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সন্তর্পণে খেলা শুভ সূচনা হয়। এই এলাকার পুরুষ থেকে মহিলা কচিকাঁচা থেকে বয়স্করা সকলেই আনন্দের সাথে ক্রিকেট খেলাটি উপভোগ করে। তিনি আরো জানান এ জিনিস চূড়ান্ত পর্যায়ে খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন প্রাক্তন ক্রিকেটাররা পাশাপাশি কে.টি.এম আই সি পি এল এর সকল সদস্যরা।উদ্যোক্তা রাজেশ যাদব জানান এই এলাকার কচিকাঁচা থেকে বাড়ির বধূরা সকলেই খেলাটাকে উপভোগ করেন তিনি আরো বলেন আগামী দিনে আমরা চেষ্টা করব থেকে আরো বড় ধরনের ক্রিকেটের।

    IMG 20240624 13264887

    আমার এখন অধিকাংশ মানুষ বাড়িতে বসে বোকাবাক্সতে ক্রিকেট খেলা দেখে কিন্তু মাঠে বসে খেলা দেখার আনন্দই আলাদা তাই আগামী দিনে চেষ্টা করব এর থেকে আরও ক্রিকেটের আসরের , পাশাপাশি বর্তমান প্রজন্মকে মোবাইলে আসক্ত ছেড়ে খেলার মাঠে আসতে হবে তবেই তাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে ও মন ভালো থাকবে। সেই ছাত্র যুবকে মোবাইল ছাড়ো খেলার মাঠে ফেরো এই বার্তা দিলেন উদ্যোক্তারা। এই টুর্নামেন্টের এক খেলোয়াড় তিনিও জানান খেলার মধ্যে মিষ্টতা আছে তা খেলার মাঠে এলেই বোঝা যায়। তাই আমরা এখনো কাজকর্ম ছেড়ে মাঝে মাঝে খেলার মাঠের দিকে পা বাড়াই তাদেরও বক্তব্য ছাত্র যুবকে অবিলম্বে মোবাইল ছেড়ে খেলার মাঠে আসা উচিত।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img