23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    শহীদ দিবসের প্রচারে কাঁকসায় মিছিল তৃণমূল কংগ্রেসের

    পাপু লোহার, কাঁকসা :- একুশে জুলাই মানে ধর্মতলা চলো অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস । শহীদ দিবসকে সফল করতে কাঁকসায় মিছিল তৃণমূল কংগ্রেসের। সাধারণ মানুষকে আবারো জানিয়ে দেওয়া আর কয়েকদিন পর শহীদ দিবস এই শহীদ দিবসে যাতে আকসার মানুষ ধর্মতলায় উপস্থিত হয় তাই তৃণমূল কংগ্রেস কর্মীদের মিছিল। সোমবার বিকালে পানাগর বাজারে একটি মিছিল করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।

    PSX 20240702 204434

    এই দিনের মিছিলে বেশ কয়েকশ মানুষ অংশগ্রহণ করে। এদিনের মিছিল উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও কাঁকসা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ আব্দুল আলম(পিরু খান), কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা, আকসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম হায়দার মল্লিক সহ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী ও কর্মী সমর্থকেরা।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img