পাপু লোহার, কাঁকসা :- একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেস কর্মীরা শহীদ দিবস পালন করবে । তাই তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এরা নির্দেশে প্রতিটি বুথে বুথে চলছে শহীদ দিবসের প্রচার । সোমবার বিকালে পানাগর বাজার রেলপাড়ে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলেন। এই দিন উপস্থিত ছিলেন কাঁকসা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অলক চ্যাটার্জী, গোলসি বিধানসভার প্রাক্তন বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল, পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের সম্পাদক পিনাকী ব্যানার্জি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা।

এদিন পিনাকি ব্যানার্জি বলেন কাঁকসা অঞ্চল থেকে শহীদ দিবসের প্রায় কুড়ি থেকে ত্রিশ হাজার মানুষ অংশগ্রহণ করবে এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবসের মঞ্চে যা নির্দেশ দেবেন তা আগামী দিনের পালন করবে তৃণমূল কংগ্রেস কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নীতি-নির্দেশ শোনার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করে আছে রাজ্যের তৃণমূল কংগ্রেস কর্মীরা ।