23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    আসানসোলে দলিত আদিবাসীদের প্রতিবাদ মিছিল 

    কীজ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আসানসোল :- নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কয়লাবালি ভর্তি লরি ছুটে চলেছে আসানসোলের বারাবনি গ্রামের ভেতর দিয়ে। প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। বন্ধ হয়নি গ্রামের মধ্যে দিয়ে গাড়ি চলাচল। প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি। জীবনের ঝুঁকি নিয়েই পরিবারের সদস্যদের নিয়ে বাস করতে বাধ্য হয় গ্রামবাসীদের। প্রতিবাদ করলেই বিনা দোষে মিথ্যা কেস দিয়ে যখন তখন এলাকার যুবকদের আটক করে থানায় নিয়ে যাচ্ছে বারাবনি থানার পুলিশ। প্রতিকার না পেয়ে শেষপর্যন্ত রাস্তায় নামতে বাধ্য হলো আসানসোলের দলিত আদিবাসীরা। ৪ ঠা জুলাই তারা একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল করে। মিছিল শুরু হয় বিএনআর মোড় থেকে। ভগৎ সিং মোড়ে গিয়ে মিছিল পুনরায় বিএনআর মোড়ে ফিরে আসে।

    IMG 20240705 WA0014

    শতাধিক দলিত আদিবাসী পুরুষ ও মহিলা হাতে প্ল্যাকার্ড নিয়ে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। মিছিলের শেষে দলিত আদিবাসীদের পক্ষ থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনাররেটের পুলিশ কমিশনারের হাতে একটি স্মারক লিপি তুলে দেওয়া হয়। পরে পুলিশের আশ্বাসে তারা বিক্ষোভ কর্মসূচি শেষ করে। বিক্ষোভকারীদের বক্তব্য দলিত আসিবাসীদের মিথ্যা কেস দিয়ে গ্রেপ্তার করছে বারাবানী থানার পুলিশ। এমনকি ৩ রা জুলাই সন্ধ্যেয় এলাকা থেকে কয়েক জনকে থানায় নিয়ে যায় পুলিশ। তাদের দাবি থানা থেকে গ্রেপ্তার করা যুবকদের নিঃশর্তে ছাড়তে হবে।

    IMG 20240705 WA0015

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img