23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    নিজেদের অধিকার ও স্বীকৃতি দাবিতে একজোট ড্রাইভার সংগঠন

    পাপু লোহার, পানগড় – স্বাধীনতার ৭৮ বছর পেরিয়ে গেল আজও পর্যন্ত ড্রাইভার অর্থাত গাড়ির চালকদের নিয়ে কেউ ভাবেনি। অথচ সকাল থেকে রাত জন্ম থেকে মৃত্যু সমস্ত কাজেই আজ ড্রাইভার ছাড়া অচল। তবু আজ তারা বিভিন্ন স্বীকৃতি থেকে বঞ্চিত । অল ইন্ডিয়া ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশন ভারতবর্ষের সকল ড্রাইভারদের নিয়ে একসাথে পথ চলা অঙ্গীকার করে পথ চলতে শুরু করেছে বেশ কয়েক বছর । অল ইন্ডিয়া ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় সরকারের কাছে দীর্ঘ দিন ধরে পয়লা সেপ্টেম্বর ড্রাইভার দিবস দিনটিকে স্বীকৃতি দেওয়ার দাবি রাখলেও আজও উক্তি সরকারি স্বীকৃতি মেলেনি ড্রাইভারদের ড্রাইভার দিবসে। তবুও তারা পয়লা সেপ্টেম্বর দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে ড্রাইভার সংগঠন এক হয়ে ড্রাইভার দিবস পালন পালন করে। সেই মতো পশ্চিম বর্ধমানের কাঁকসায় রবিবার পালিত হল ড্রাইভার দিবস অল ইন্ডিয়া ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে । ড্রাইভার অ্যাসোসিয়েশনের রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের কর্মী সংগঠন থাকলেও পশ্চিম বর্ধমানের সেইভাবে কোন কর্মী সংগঠন ছিল না তাই তারা ড্রাইভার দিবস দিনটিকে সামনে রেখে রবিবার পশ্চিম বর্ধমান জেলা একটি কমিটি গঠন করেন এবং এই কমিটির পশ্চিম বর্ধমান ড্রাইভার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি হন শেখ মিঠু । এছাড়াও এই দিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ্যেরপশ্চিমবঙ্গ ড্রাইভার এসোসিয়েশনের রাজ্য সভাপতি আজাহার মন্ডল, রাজ্যের সাধারণ সম্পাদক মফিজুর রহমান , পূর্ব বর্ধমান জেলার ড্রাইভার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি সৌরভ আলি,আউসগ্রাম ২ নং নম্বর ব্লকের ড্রাইভার এসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান ও সহ-সভাপতি জাহিরুল মন্ডল জাহিরুল মন্ডল ।

    IMG 20240901 194320

    ড্রাইভার এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের মূলত বেশ কিছু দাবি আছে রাজ্য অথবা কেন্দ্রীয় কোন সরকার বা কোন রাজনৈতিক দল তাদের নিয়ে ভাবেনা। অথচ তাদের ছাড়া দেশ অচল তাই তাদের বেশ কিছু দাবি এবং ড্রাইভার দিবসের স্বীকৃতি সরকারকে দিতে হবে এই নিয়েই তাদের পথচলা। যদি আগামী দিনে ড্রাইভার অ্যাসোসিয়েশনের দাবি সরকার যদি মেনে না নেয় তাহলে হয়তো তারা কোনদিন ঘুমন্ত অবস্থা থেকে জেগে উঠলে সেদিন কিন্তু অচল হয়ে পড়বে ।ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ১৯ টি জেলায় অল ইন্ডিয়া ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশন সংগঠন তৈরি করা হয়েছে বাকি থাকা জেলাগুলিতে আগামী দিনে সংগঠন তৈরি হবে। কবে সরকার ড্রাইভার দের ড্রাইভার দিবস ও ড্রাইভার দিবস উপলক্ষে ছুটির স্বীকৃতি দেবে পাশাপাশি তাদের ডাইভারদের ও মান্যতা দেবে সেদিকেই তাকিয়ে আছে গোটা রাজ্যে তথা দেশের অল ইন্ডিয়া ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের সদস্যরা ।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img