পাপু লোহার , কাঁকসা:- কলকাতার রাজপথ ছাড়িয়ে মফস্বলের রাস্তায় প্রতিবাদ মিছিল আর কতদিন বিচারের। তাই ‘তোমার আমার এক স্বর, জাস্টিস ফর আরজি কর’ বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তার আগেই মহালয়া, মহালয়ার পূর্ণ লগ্নে দেবী দুর্গার হাতে অসুর বধ হবে, তার আগে কি তিলোত্তমা হত্যাকারি বিচার পাবে না। রবিবার বিকেলে কলকাতার আরজি কর হাসপাতালের তরুণী ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে’তোমার আমার এক স্বর, জাস্টিস ফর আরজি কর’ এই শ্লোগান তুলে পথে নামলো পানাগড়ের রেলপাড় নাগরিক বৃন্দ। এদিন রেলপাড়ের নতুনপাড়া এলাকা থেকে কয়েকশো বাসিন্দা আরজি করের ঘটনার প্রতিবাদে মিছিল করে সমগ্র রেলপাড় পরিক্রমা করার পর, পানাগড় স্টেশন সংলগ্ন এলাকায় মিছিল শেষে সেখানে পথসভা করে প্রতিবাদ জানানোর পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে আরজি করের ঘটনায় মৃত ডাক্তারি পড়ুয়ার আত্মার শান্তি কামনা করেন সকলে।

রেলপাড়ের বাসিন্দারা জানিয়েছেন আরজিকরে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়।সেই ঘটনায় এখনো বহু মানুষ জড়িত থাকার আশঙ্কা করছেন তারা। প্রকৃত দোষীরা যাতে দ্রুত গ্রেপ্তার হয় এবং দোষীরা যাতে কঠোরতম শাস্তি পায় এদিনের এই মিছিল থেকে তারা সেই দাবি তোলে। স্থানীয় বাসিন্দা তথা সমাজসেবী পূরব ব্যানার্জি বলেন দীর্ঘ এক মাস কেটে গেল আজও বিচার পাইনি তিলোত্তমার হত্যাকারীরা তাই জনমত নির্বিশেষে রাজ্য সরকার, রাজ্য পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতাদের হুঁশিয়ারি দিতে চাই আমজনতা রবিবারের মিছিলে প্রায় ৪০০ মানুষ আট থেকে আশি রাস্তায় নামে।