পাপু লোহার , কাঁকসা – ”রক্তদান জীবন দান” সামনে রেখে রক্তের সংকট মেটাতে পানাগড় বাজার লায়ন্স ক্লাবে সোমবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এদিন সকাল ১১টা থেকে পানাগড় বাজারের লায়ন্স ক্লাবের পেক্ষা গৃহে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিন এই রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্যসাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি । ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয় । এইজন্য রক্তদান একটি মহৎ দান । বর্তমানে সরকারি রক্তভাণ্ডারে সংরক্ষিত রক্তের পরিমাণ চাহিদার তুলনায় অনেক কম তা সামনে শারদ উৎসব এইভাবে আর রক্ত দান শিবির ও কম হবে তাই রক্তের যোগান যাতে কম না হয় তাই পূজোর আগে এই রক্তদান শিবির। তাছাড়াও বেসরকারীভাবে রক্ত কিনতে প্রচুর পয়সা লাগে । লায়ন্স ক্লাবের সদস্যরা জানিয়েছেন,পুজোর সময় সবাই উৎসবে মেতে ওঠে তাই এই সময় রক্তের সংকট দেখা গেলে রক্তের অভাবে যাতে কেউ মারা না যান সেই বিষয়টি চিন্তা করেই তারা স্থির করেন দুর্গাপুজোর সময় রক্তের সংকট মেটাতে তারা মহালয়ার আগেই রক্তদান শিবিরের আয়োজন করেন।

এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পানাগড় বাজার লায়ন্স ক্লাবের সভাপতি অরূপ কুমার ঘোষ, ফাস্ট ভি.ডি.জি – সেখ মুঈনউদ্দিন, সেকেন্ড ভি.ডি.জি – বানী চ্যাটার্জী, রথীন মজুমদার , প্রদীপ চ্যাটার্জির , ডক্টর মানিক লাল সেন, পূর্ণেন্দু ব্যানার্জি , সত্য প্রকাশ সহ ক্লাবের অন্যান্য সদস্য ও পদাধিকারীরা ।