কাঁকসা:- মঙ্গলবার সন্ধ্যায় কাঁকসা থানায় কালি পুজো ও ছট পুজো যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে হয় সেই বিষয়ে কাঁকসা থানা প্রাঙ্গনে কাঁকসার সমস্ত ছট পুজো কমিটিগুলি ও কালীপূজা কমিটি গুলিকে নিয়ে বৈঠক করলেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল। এছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কাঁকসার আইসি পার্থ ঘোষ,কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি,পানাগড় আরপিএফ পোস্টের ওসি সহ বিশিষ্ট জনেরা।

ছট পূজা কমিটির সদস্য সত্যপ্রকাশ কেশরী জানিয়েছেন ,প্রতি বছরের মত এবছরও মহা ধুমধামে কালি পুজোর পাশাপাশি ছট পুজো অনুষ্ঠিত হবে পানাগড় সহ কাঁকসার বিভিন্ন এলাকায়।যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই গোটা এলাকা পুলিশের নজরদারির পাশাপাশি কমিটিগুলিকেও পুরুষ ও মহিলা স্বেচ্ছা সেবক রাখার পাশাপাশি সিসি টিভিতে নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে থানার পক্ষ থেকে।নিষিদ্ধ শব্দবাজি ও ডিজে বাজানোর বিষয়ে সমস্ত কমিটিগুলিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।