23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    মধ্যপ্রদেশের বিজেপি নেতা বিজয় কুমার শাহ এর গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও কর্মসূচী কংগ্রেসের

    পানাগড় :- গত কয়েকদিন আগে মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা বিজয় কুমার শাহ ভারতীয় সেনার আধিকারিক তথা ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশিকে কুৎসিত ভাষায় আক্রমণ করার প্রতিবাদ জানিয়ে পথে নামল কংগ্রেসের কর্মী সমর্থকরা। শনিবার বিজেপি নেতা বিজয় কুমার সাহের ছবিতে কালী মাখিয়ে এবং জুতোর মালা পরিয়ে কাঁকসা থানার সামনে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক কংগ্রেসের সভাপতি পূরব ব্যানার্জি, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস সহ ব্লকের কংগ্রেস কর্মী সমর্থকেরা। এদিন দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর কংগ্রেসের পক্ষ থেকে কাঁকসা থানায় ওই বিজেপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে গেলে থানার পক্ষ থেকে কোনরকম ভাবে অভিযোগ গ্রহণ করা হয়নি। হলে বাধ্য হয়ে কংগ্রেসের কর্মীরা থানা থেকে বেরিয়ে এসে তারা ডাক বিভাগের মাধ্যমে অভিযোগ পত্র থানায় পাঠানোর ব্যবস্থা করেন।

    IMG 20250517 WA0028

    কাঁকসা ব্লক কংগ্রেসের সভাপতি, পূরব ব্যানার্জি জানিয়েছেন, গত মাসে কাশ্মীরের পেহেলে গাও তে জঙ্গি হানায় মৃত্যু হয় ২৬ জন পর্যটকের। এরপরেই পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিতে মদের দেওয়ার অভিযোগ ওঠে। যদিও পাকিস্তানের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করলেও। ভারত সরকার সমস্ত রকম প্রমান দেখিয়ে অপারেশন সিন্দুর অভিযান চালিয়ে নটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পাশাপাশি ১০০ জনেরও বেশি জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা। সেই অপারেশন তথা “অপারেশন সিঁদুর” এর গুরুত্বপূর্ণ এবং মুখ্য ভূমিকায় ছিলেন ভারতের দুই বাহিনীর মহিলা প্রধান। যার মধ্যে ছিলেন কর্নেল সোফিয়া কুরেশী। কংগ্রেস কর্মীর অভিযোগ মধ্যপ্রদেশের বিজেপি নেতা বিজয় কুমার সাহু ভারতের এক মহিলা সেনা প্রধান কর্নেল সোফিয়া কুরেশিকে কুচ্ছিত ভাষায় আক্রমণ করেন। যার কারনে গোটা দেশজুড়ে তার এই মন্তব্যের জন্য তীব্র প্রতিবাদ জানায়।তাদের অভিযোগ অবিলম্বে ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করে প্রশাসন যাতে তার বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করে সেই দাবি তুলেছেন তারা । 


    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img