23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    তীব্র উত্তেজনা ফারাক্কা ব্রিজ এলাকায় , ঘটনাস্থলে পুলিশ

    নিজস্ব প্রতিনিধি, মালদহ- নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মালগাড়িতে গিয়ে সজোরে ধাক্কা মারল ১৪ চাকার লরি। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার ভোরে ফারাক্কা ব্রিজ ডাউন রেল লাইনে। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে ওই এলাকায়। ব্যাহত হয়েছে যান চলাচল। ঘটনা স্থলে পৌঁছেছে সিআইএসএফের ও পুলিশ কর্তারা। তবে প্রাণে বেঁচেছেন লরির চালক।

    সূত্রের খবর, মঙ্গলবার ভোরে রেল লাইন দিয়ে যাওয়া একটি মালগাড়িকে হঠাৎই ধাক্কা মারে একটি লরি। ইমারজেন্সি ব্রেক কষে মাল গাড়িটির চালক ডাউন লাইনে উপর দাঁড় করিয়ে দেয়। মালদহ থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল মালগাড়িটি। অন্যদিকে, লরিটিও মালদহ থেকে ফারাক্কাগামী ছিল। এইসময় উল্টো দিক থেকে একটি ট্রাক্টর আসায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে লরিটি প্রথমে ট্রাক্টরকে ধাক্কা মারে। পরে গিয়ে চলন্ত মালগাড়িকে ধাক্কা মারে।

    পুলিশ সূত্রে খবর, এদিন ফারাক্কাগামী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরকে ধাক্কা মেরে ফারাক্কা ব্রিজ ডাউন রেল লাইনের দিকে এগিয়ে যায়। এই ফারাক্কাগামী একটি মালগাড়ি আসছিল ওই লাইন ধরে। লরিটি চলন্ত মালগাড়িতে গিয়ে সজোরে ধাক্কা মারে। এমারজেন্সি ব্রেক কষে কোনওভাবে ডাউন লাইনে ব্রিজের উপর দাঁড়িয়ে পড়ে মালগাড়িটি। তবে দুমড়ে মুচড়ে যায় লরিটি।

    স্থানীয়রা জানিয়েছেন, সকাল হবার আগেই বড়সড় দুর্ঘটনা ঘটে। তবে মালগাড়িটি ইমারজেন্সি ব্রেক কষে ডাউন লাইনে ব্রিজের উপর দাঁড়িয়ে পড়ে। না হলে আরো বড়ো ক্ষতি হবার সম্ভাবনা ছিল। তবে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় সিআইএসএফ ও পুলিশের বড় টিম। দুর্ঘটনার কারনে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অন্যদিকে পলাতক লরির চালক।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img