নিজস্ব প্রতিনিধি, কলকাতা- হাতে মাত্র আর তিনটে দিন। তার পরেই ধূপগুড়ি উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব শুরু হবে। ইতিমধ্যেই জোর কদমে প্রচার চালাচ্ছে করেছে সব রাজনৈতিক দল। এই পরিস্থিতিতে আজ, শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে প্রচারে যাচ্ছেন। প্রচার শেষে আজই কলকাতায় ফিরবেন তিনি।
গত ২৫ জুলাই বিধান সভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। তারপর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার। সেই কারনেই ফের নির্বাচন হচ্ছে ধূপগুড়ি বিধানসভায়। ২০২১ সালে যে নির্বাচন হয়েছিল তাতে বিজেপির বিষ্ণুপদ রায় ১০৪৬৮৮ ভোট পান। আর তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী মিতালি রায় ১০০৩৩৩ ভোট পেয়েছিলেন। অতএব ৪ হাজার ৩৫৫ ভোটে জয়ী হন বিজেপি নেতা বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতে ফের ভোটের আয়োজন করা হচ্ছে ধূপগুড়ি বিধানসভায়।
৫ সেপ্টেম্বর ধূপগুড়ি উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব চলবে। আর তার আগে ৩ সেপ্টেম্বর প্রচারের শেষ দিন। এই মর্মে অভিষেক বন্দোপাধ্যায় আজ ভোট প্রচারে যাচ্ছেন। তবে শুধু অভিষেক বন্দোপাধ্যায়ই নন। এর আগে ভোট প্রচারে তৃণমূলের তরফে গেছে একাধিক নেতা কর্মীরা। শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এপ্রজন্মের মুখ দেবাংশু ভট্টাচার্য, যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষও প্রচার করেছেন ৷
তবে থেমে নেই অন্যদলও। গত ৩০ ও ৩১ আগস্ট ধূপগুড়িতে ভোট প্রচারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার আগে ভোট প্রচার করেছেন শান্তনু ঠাকুর, মঙ্গল পাণ্ড,অমিত মালব্য, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের মতো নেতারাও। ছিল কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা ও সুভাষ সরকার, বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ও।
আবার পিছিয়ে নেই সিপিএম-কংগ্রেস জোটও৷ এই জোটের হয়ে প্রচারে রয়েছেন সিপিএমের মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়রা ৷ থাকবেন কংগ্রেসের অধীর চৌধুরীও ৷ এছাড়াও সুজন চক্রবর্তীও তালিকায় রয়েছেন।