23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    শুধুই কি নাম বদল, নাকি নজর ঘোরানোর চেষ্টা, ‘ভারত’ ইস্যুতে প্রধানমন্ত্রীকে তুলোধোনা অভিষেকের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা- দেশের নাম শুধুই ‘ভারত’ হবে নাকি ইন্ডিয়াও থাকবে এই বিতর্ক এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সমস্ত রাজনৈতিক দলের। এই ইস্যুতে আগেই কেন্দ্র সরকারের দিকে প্রশ্ন তুলেছিলেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাকেই কার্যত সমর্থন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে নাম বদল না করে কেন্দ্রের প্রধান ৫ টি কর্তব্যের কথা মনে‌ করালেন তিনি। যা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

    বুধবার ‘এক্স'(ট্যুইটার)-এ পোস্ট করে অভিষেক বলেন, দেশের নাম নিয়ে বিতর্ক তৈরি করে আসলে বিজেপি বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই তার জনগণের উদ্দেশ্যে তার আহ্বান মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, সাম্প্রদায়িক উত্তেজনা এবং সীমান্ত সুরক্ষা এই সব বিষয় নিয়ে কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলতে হবে। একইসঙ্গে তাঁর পরামর্শ কেন্দ্র যেন ডাবল ইঞ্জিন সরকার আর জাতীয়তাবাদের ফাঁকা বুলি না আওড়ায়।

    এই নিয়ে মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গতকাল একটি অনুষ্ঠানে কেন্দ্রকে প্রশ্ন করেন, ভারত নিয়ে নতুন কি আছে? মমতা বলেন, ”আজকে তো ইন্ডিয়ার নাম চেঞ্জ করে দিচ্ছে বলে আমি শুনলাম। মাননীয় রাষ্ট্রপতির নামে যে কার্ড হয়েছে, জি২০-র লাঞ্চে না ডিনারে, তাতে লেখা আছে ভারত বলে। আরে ভারত তো আমরা বলি। এতে নতুনত্ব কী আছে? ইংরিজিতে বলি ইন্ডিয়া। ইন্ডিয়ান কনস্টিটিউশন। হিন্দিতে বলে ভারত কা সংবিধান। ভারত তো আমরাও বলি, ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। এতে নতুন করে কিছু বলার নেই। কিন্তু ইন্ডিয়া নামে সারা বিশ্ব চেনে। হঠাত্‍ এমন কী হল?”

    প্রসঙ্গত, জি২০ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া রাষ্ট্রনেতাদের নৈশভোজের আমন্ত্রণপত্রে ‘দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র বদলে ‘দ্য প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা ছিল। শুধু জি-২০ এর আমন্ত্রণ পত্রেই নয়। ২০তম ASEAN সামিট এবং ১৮তম ইস্ট এশিয়া সামিটে যোগদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্দেশ্যে আজ এবং আগামীকাল তিনি থাকবেন ইন্দোনেশিয়ার জাকার্তায়। এই সফরের নোটিফিকেশনেও প্রধানমন্ত্রীকে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ বলেই উল্লেখ করা হয়েছে। আর এই সবের পরেই দেশের নাম নিয়ে নতুন করে আলোড়ন শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img