নিজস্ব প্রতিনিধি , কলকাতা – প্রয়াত টলি অভিনেতা দীপঙ্কর দের বড়ো কন্যা বৈশালী দে। মাত্র ৫২ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন এই অভিনেত্রী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে । ৭৯ বছর বয়সে মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেতা। শোকের ছায়া অভিনেত্রী বৈশালী দের পরিবারেও।
সূত্রের খবর , গত কয়েকদিন ধরেই বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। তাকে সুস্থ করার অবিরাম চেষ্টাও করেছিল চিকিৎসকরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। বুধবার রাতে হাসপাতালেই প্রয়াত হন তিনি। হৃদরোগ কেড়ে নিল অভিনেত্রীর প্রাণ। বৃহস্পতিবার সকালে দীপঙ্কর দে নিজেই সংবাদমাধ্যমকে এই দুঃসংবাদটি দিয়েছেন। তিনি জানিয়েছেন , বুধবার রাতে হার্ট অ্যাটাকে প্রয়াত হয়েছেন তার কন্যা।
প্রসঙ্গত , বৈশালী দে পেশাগত ভাবে বিনোদন জগতের সঙ্গেই যুক্ত ছিলেন। তার বিয়ে হয় অনিল কুরিয়াকোসের সঙ্গে। তিনিও বিনোদন জগতের সঙ্গেই যুক্ত। তার এক বোনও আছেন। এদিন এই ঘটনার পর গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
গত কয়েক বছর ধরে অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে সংসার করছেন দীপঙ্কর দে। কয়েক বছর আগে বিয়ে করেন তারা। বিয়ে সম্পর্ক নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন তারা। সংবাদমাধ্যমকে দোলন রায় জানান, “মানসিক ভাবে খুব ভেঙে পড়েছেন দীপঙ্কর। আমরা তার সঙ্গে হাসপাতালে দেখাও করতে গিয়েছিলেন। শুটিংয়ে ছুটি পায়নি তবে দীপঙ্করের থেকে মেয়ের সব খবর নিতাম”।