নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ- ফের রণক্ষেত্র মুর্শিদাবাদের বহরমপুর। ভাগীরথী মিল্ক কোঅপারেটিভ ইউনিয়নে স্মারকলিপি জমাতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ, ধস্তাধস্তিতে জড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সব মিলিয়ে বেশ চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ৩৪ নম্বর জাতীয় সড়কে।
সূত্রের খবর, শুক্রবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরে ভাগীরথী মিল্ক কোঅপারেটিভ ইউনিয়নে স্মারকলিপি প্রদান করার কথা ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। তার আগে বহরমপুরের পঞ্চানন তলা থেকে পদযাত্রা শুরু হয়। এরপর ভাগীরথী মিল্ক কো-অপারেটিভ ইউনিয়নে আসার আগেই ৩৪ নম্বর জাতীয় সড়কে মিছিল আটকায় পুলিশ। রীতিমত বসানো হয় ব্যারিকেড। তবে এই বাধা মানেন নি অধীর। ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরে তা হাতাহাতির রূপ নেয়। তবে পরে গেটের বাইরে দাঁড়িয়ে থাকেন অধীর। ডেপুটেশন দেওয়ার জন্য পাঁচজন প্রতিনিধি ভেতরে যান।
এই বিষয়ে অধীর চৌধুরী জানান, “এখানকার ডিএম আইনকানুন কিছুই জানে না। আমরা তো শান্তিপূর্ণভাবে ডেপুটেশন জমা দিতে এসেছি। এখানে তো কোনো গুলি বোমা পড়েনি তাহলে কেন এই বাধা?” পাশাপাশি তিনি এও বলেন, “এখানকার ডিএমের আইন পড়া উচিত। স্বাধীনতায় হস্তক্ষেপ না করে আইন পড়ুন। এই প্রতিষ্ঠানের এমডির হয়ে কথা না বলে এখানকার ইতিহাস সম্পর্কে পড়া উচিত ডিএম-এর।”