23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    চন্দ্রযান-৩ এর কাছে ‘লজ্জা’র হার হারলো আদিপুরুষ , ফের নিন্দার মুখে পরিচালক

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – ফের চর্চায় ‘আদিপুরুষ‘। এই ছবিটি ঘিরে রীতিমত নিন্দার ঝড় উঠল দেশজুড়ে। কারন হল এই ছবির ‘বিশাল’ বাজেট।‌ ৭০০ কোটির বাজেটের এই ছবি সাফল্যের মুখ দেখাতে পারেনি ভারতকে, যা করে দেখালো ৬১৫ কোটির চন্দ্রযান-৩। বুধবার সন্ধ্যায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী চাঁদে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান-৩। সব মিলিয়ে এই নিয়ে ফের তরজা শুরু হয়েছে সব মহলে।

    সূত্রের খবর , প্রথমে আদিপুরুষের বাজেট ছিল ৫০০ কোটি তা বেড়ে ৭০০ কোটি হয়। যা ভারতের সবচেয়ে বেশি বাজেটের মধ্যে একটি সিনেমা। ছবির ট্রিজার, ট্রেলার এবং সিনেমা কোনো টাই তেমন দর্শকের মনে তেমন দাগ ফেলতে পারেনি। সকলেই বলেন সিনেমার মোশন, বিজিএম, ডায়লগ কোনোটাই ঠিক ছিলনা। এমনকি ‘রামায়ণ’ এর গল্পকে বিকৃত করার অভিযোগও ওঠে ছবি নির্মাতাদের বিরুদ্ধে। আসলে ওম রাউতের পরিচালনায় তৈরি ‘আদিপুরুষ‘ সিনেমাটি ছিল মহাকাব্যিক রামায়ণ ওপর ভিত্তি। যেখানে রামের চরিত্রে দেখা গিয়েছিল প্রভাসকে এবং সীতার চরিত্রে দেখা গিয়েছিল কৃতি স্যাননকে। অন্যদিকে সইফ আলি খানকে অভিনয় করতে দেখা গেছে রাবণের চরিত্রে।

    অন্যদিকে গতকাল ৬টা ৪মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করেছে চন্দ্রযান-৩। পৃথিবীর খাতায় গর্বের সঙ্গে নাম লিখিয়েছে ভারত। চাঁদের দক্ষিণ মেরুর মাটি ছুঁয়েছে সে। যার বাজেট ৬১৫ কোটি টাকা। যা ‘আদিপুরুষ’ এর থেকে প্রায় ৮৫ কোটি কম বাজেটে নির্মিত। নেটিজেনরা দাবি করেন,”এমন সিনেমায় টাকা ব্যয় না করে দেশের বিজ্ঞানের উন্নয়নে ব্যয় করা উচিত, যা ভারতকে গর্ববোধ করাবে।” 

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img