23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    পৃথিবীর দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করলো আদিত্য এল-১

    নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু – গত শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে আদিত্য-এল১-র সফল উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এই প্রথমবার সূর্য অভিযান করল ইসরো। সূর্য্যি মামার দিকে আরও একধাপ এগোল ইসরোর সৌরযান আদিত্য এল-১। পৃথিবীর দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করল ইসরোর সৌরযান।

    ইসরো সূত্রের খবর , বেঙ্গালুরু ও পোর্ট ব্লেয়ারে ইসরো-র গ্রাউন্ড স্টেশন থেকে আদিত্য এল-১ পরিচালনা করা হচ্ছে। পৃথিবীর দ্বিতীয় কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছে আদিত্য এল-১। বর্তমানে নতুন ২৪৫X২২৪৫৯ কিলোমিটার কক্ষপথে প্রদক্ষিণ করছে সৌরযান। আগামী ১০ সেপ্টেম্বর ভোররাত আড়াইটে নাগাদ তৃতীয় পরীক্ষাটি হবে আদিত্য এল-১-এর। তখন তা তৃতীয় কক্ষপথে প্রবেশ করবে এই মহাকাশযান।

    উল্লেখ্য , শনিবার বেলা ১১.৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সূর্যের শেষ অক্ষে পিএসএলভি-সি৫৭ রকেটে করে আদিত্য-এল১ পাঠিয়ে সূর্যের অভিযান শুরু করে ইসরো। প্রতি ঘণ্টায় ১১৮ কিলোমিটার বেগে যাচ্ছে ইসরোর তৈরি এই মহাকাশযান। ১২৭ দিন ধরে সূর্যের শেষ অক্ষে যাবে আদিত্য-এল১। দূরত্ব ১৫ লক্ষ কিলোমিটার। ওজন ১ হাজার ৪৮০ কেজি।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img