নিজস্ব প্রতিনিধি , দিল্লি – আন্তর্জাতিক মঞ্চে ফের ভারতের সাফল্য। এবার আরও বড় হলো জি-২০ ইউনিয়ন। আজ ও কাল এই দু-দিনের আন্তর্জাতিক সম্মেলনে একেরপর এক এক চমক দেখা যাচ্ছে। সেই সব চমকের মধ্যেই এবার জি-২০ সম্মেলনে মেগা সাফল্য এলো। সম্মেলনের প্রথম দিনেই জি-২০ জোটের স্থায়ী সদস্য হল আফ্রিকান ইউনিয়ন। আর এই গোটা প্রক্রিয়ার উদ্যোক্তা ভারত। এই সাফল্যের পর যেমন একদিকে বাড়ছে জি-২০ গোষ্ঠীর সদস্য সংখ্যা , ঠিক তেমনই বৃদ্ধি পেল এই গোষ্ঠীর পরিধি। কারণ এই আফ্রিকান ইউনিয়নে প্রায় ৫০ টির বেশি সদস্য দেশ রয়েছে।
এদিন সকালে জি-২০ সম্মেলন শুরু হওয়ার পরই ঘোষণা মঞ্চে প্রধানমন্ত্রী মোদি বিবৃতি দিয়ে জানান,’ আপনারা সকলে জানলে খুশি হবেন। সকলের সম্মতিতেই আফ্রিকান ইউনিয়নকে আজ এই সময় থেকে জি-২০ জোটের স্থায়ী সদস্য পদ দেওয়া হল। আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসুমানিকে এই জোটের মঞ্চে আসন গ্রহণ করার অনুরোধ জানানো হচ্ছে’। এদিন মোদির এই ঘোষণার পরেই কড়তালির ধ্বনিতে গমগম করে ওঠে ভারত মঞ্চ।