23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    দিনে দুপুরে ফের শ্যুট আউট , তীব্র চাঞ্চল্য শক্তিগড়ে

    নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান – ফের শ্যুট আউটের ঘটনা ঘটল শক্তিগড়ে। শুক্রবার বেলা এগারোটা নাগাদ শক্তিগড়ে জোতরামের একটি সোনার দোকানে গুলি চালানোর ঘটনা ঘটে। এই ঘটনায় গুলিবিদ্ধ হন দোকানের মালিক। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে শক্তিগর থানার বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার কল‍্যান সিনহা রায়। সব মিলিয়ে ওই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

    সূত্রের খবর , শুক্রবার বেলা এগারোটা নাগাদ ক্রেতা সেজে দুজন দুষ্কৃতি উপস্থিত হয় শক্তিগড়ে জোতরামের ওই সোনার দোকানে। এরপর তারা দোকান লুঠ করার চেষ্টা করে। বাধা দেন দোকানের মালিক। আর বাধা পেয়েই গুলি চালায় দোকানের মালিকের পেটে।জখম সোনার দোকানের মালিকের নাম সদীপ দাস। তাকে আপাতত পূর্ব বর্ধমান ১৯ জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় এক বাসিন্দা জানান , সকালে যেমন ক্রেতা আসে তেমনই এসেছিলো ওই সোনার দোকানে। এরপর হঠাৎই গুলির আওয়াজ পাই। তারপর দোকানে গিয়ে দেখি দোকানের মালিককে গুলি করেছে। আর দোকানের মালিক ওই দুষ্কৃতিকে আঁকড়ে ধরার চেষ্টা করে। আমিও ধরতে যাই তবে বন্দুক দেখিয়ে দুষ্কৃতীরা বাইক নিয়ে পালিয়ে যায়। তবে দোকান থেকে কোনো জিনিস নিয়ে যেতে পারেনি।

    প্রসঙ্গত , গত এপ্রিল মাসেও‌ শক্তিগড়ে শ্যুট আউটের ঘটনা ঘটে।  ল্যাংচার দোকানের সামনে শ্যুট আউটের ঘটনাটি ঘটে। প্রায় চার রাউন্ড গুলি চলে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক জনের। এই ঘটনার পর ফের এদিনের ঘটনায় বেশ আতঙ্কিত এলাকাবাসী। তবে ঘটনার পূর্নাঙ্গ তদন্ত চলছে বলে জানানো হয়েছে পুলিশ সূত্রে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img