নিজস্ব প্রতিনিধি, কলকাতা- ২০২৪ এর লোকসভা নির্বাচনে দেশ থেকে বিজেপিকে ‘উৎখাত’ করতে বিরোধী দলগুলি একত্রিত হয়ে তৈরি করেছে ‘INDIA’ জোট। আর এই জোটের মেগা বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে মুম্বাইয়ে। সেখানে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়। একদিকে যেমন INDIA জোট তোড়জোড় শুরু করেছে বিজেপিকে গদিচ্যুত করতে অন্যদিকে বাংলায় শাসকদল সহ একাধিক দলকে নিয়ে তুলোধনা করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
সূত্রের খবর, বৃহস্পতিবার বিজেপি রাজ্য দফতরে একটি দলীয় সভার আয়োজন করে রাজ্য বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ আরও অনেক বিজেপি নেতৃত্ব। এদিন সভায় উপস্থিত থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন অগ্নিমিত্রা পাল। যার বক্তব্যের মধ্যে ছিল রাজ্যের শাসক দলের বিরোধিতা থেকে শুরু করে কেন্দ্রের স্তুতি।
এদিন জম্মু কাশ্মীর ইস্যুতে ৩৭০ অনুচ্ছেদ বাতিল সংক্রান্ত মামলা নিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, আজ একটি খুশির দিন। কাশ্মীরে যেকোনো দিন ভোট হতে পারে। কেন্দ্র প্রস্তুতি নিচ্ছে এই সংক্রান্ত বিষয়ে। শীঘ্রই ভোট গ্রহণের জন আবেদন করা হবে কেন্দ্র সরকারের তরফে।
এদিন বিরোধী জোট নিয়ে বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, ২০১৯ এ দেখা গেছিল বিরাট জাঁকজমক পূর্ণভাবে তারা একটা প্লাটফর্মে আসার চেষ্টা করেছিল। লোকসভার ভোটের পর দেখা গেল শূন্য। আমাদেরকে বাঁচতে হবে শুধুমাত্র প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির জন্য। সেটা সারা ভারতবর্ষের বাচ্চা বাচ্চা জানে, এখানে আপনি লোগো বানান কিছু হবে না! নিজেরা গরীবের দল বলে সেভেন স্টার হোটেলে মিটিং করছে। এরা নাকি আবার গরীবদের দল ভারতবর্ষের গরীবদের সেবা করার জন্য এসেছে।
সুজিত বসু সিবিআই তলব নিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, সুজিত বসু উনি যে ছাড় পাবেন তা নয়। মমতা সরকার প্রতি ডিপার্টমেন্টের দুর্নীতি করেছে এখন যে পুর দুর্নীতি নিয়োগ সামনে আসছে যদি তার কাছে চিঠি যায় জবাব দিতে হবে ভারতবর্ষের বিভিন্ন নেতার জেল হয়েছে আগামী দিনে কোন কোন মানুষের জেল হবে সেটা কে জানে!
উজ্জ্বলা গ্যাসের দাম কমা নিয়ে বলেন, রাখী বন্ধন উৎসবের প্রাক্কালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের জনগণকে একটি উপহার দিয়েছে রান্নার গ্যাস কমিয়ে। সেখানে সারা ভারতবর্ষের ৩৩ কোটির ওপর মানুষ এই সুবিধা পাবেন। শুধুমাত্র মানুষের কথা ভেবে। সেই সঙ্গে যারা উজ্জ্বলা গ্যাস কানেকশন আছে তাদেরও ৪০০ টাকা করে কমিয়ে দিয়েছে। পাশাপাশি এই রাজ্যে ন’লক্ষের বেশি মানুষ সুবিধা পাবে।