23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    জি-২০ সম্মেলনের মধ্যেই মোদি-বাইডেনের বৈঠক নিয়ে মারাত্মক অভিযোগ কংগ্রেসের

    নিজস্ব প্রতিনিধি , দিল্লি – বিশ্বের বুকে ইতিহাস গড়ে রাজধানী দিল্লির বুকে চলছে ঐতিহাসিক জি-২০ সম্মেলন। এই সম্মেলনে গতকাল রাতেই যোগ দিয়েছেন বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রের প্রধানরা। আজ সকাল থেকে সম্মেলন শুরুর পর অন্তত ১৫ দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্য দেশের আগেই এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই বৈঠকে সংবাদ মাধ্যমের প্রবেশ নিষিদ্ধ ছিল। আর তা নিয়েই মোদির বিরুদ্ধে একেরপর এক তোপ দাগল কংগ্রেস

    এদিন সন্ধ্যা হতেই কংগ্রেস নেতা জয়রাম রমেশ ট্যুইট করে অভিযোগ তোলেন,’ জি-২০ সম্মেলন চলাকালীন ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বৈঠকে সাংবাদিকদের প্রবেশের জন্য হোয়াইট হাউজ বারবার আবেদন করেছিলেন। এমনকি সম্মেলনের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলারও আবেদন জানানো হয়েছিল , কিন্তু মোদি সরকার তার কোনোটাই করতে দেন নি। এই সম্মেলন শেষে আগামী ১১ই সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ভিয়েতনাম যাচ্ছেন , সেখানেই তিনি এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন। তাতে কি দেশের ভালো হবে ? এটাই হল মোদি , আর এটাই ওনার গণতান্ত্রিক স্টাইল’।

    সূত্রের খবর , এদিন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ভারত-আমেরিকার এই দ্বিপাক্ষিক বৈঠক হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, আমেরিকার ট্রেজারি সেক্রেটারি জেনেট ইয়েলেন, সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন ও মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। এদিন এই বৈঠকে দু-দেশের একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img