নিজস্ব প্রতিনিধি , দিল্লি – গতকাল জি-২০ সম্মেলন চলাকালীন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের হোটেলে ঢুকে পরেছিল বাইডেনের কনভয়ের এক গাড়ি। এরপর এবার আমিরশাহীর প্রেসিডেন্টের হোটেলে দেখা গেল এক অচেনা ব্যক্তি। এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই আমিরশাহী প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে।
সূত্রের খবর , সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে অসুস্থ ভাইয়ের চিকিৎসা করার জন্য সাহায্য চেয়ে আবেদন করতে এদিন হোটেলের সামনে জি-২০ স্টিকার লাগানো একটি গাড়ি নিয়ে যান এক ব্যক্তি। গেটেই তাকে আটক করে নিরাপত্তারক্ষীরা। যদিও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর তাকে ছেড়ে দেয় দিল্লি পুলিশ।
উল্লেখ্য , রবিবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কনভয়ের একটি গাড়ি সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান যে হোটেলে ছিলেন , সেই হোটেল ঢুকে পরে। সঙ্গে সঙ্গে গাড়ি থামান নিরাপত্তারক্ষীরা। এরপর আটক করা হয় গাড়ির চালক। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায়, চালক প্রোটোকলের বিষয় জানতেন না।