23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    পুকুর খনন করতে গিয়ে উদ্ধার ৩ দুষ্প্রাপ্য বিষ্ণুমূর্তি, আনুমানিক মূল্য ৮ কোটিরও বেশি

    নিজস্ব প্রতিনিধি, নদীয়া- পুকুর কাটতে গিয়ে উদ্ধার সুপ্রাচীন দুষ্প্রাপ্য ৩টি বিষ্ণুমূর্তি। ঘটনাটি ঘটেছে নদীয়ার। মনে করা হচ্ছে মূর্তিটির আনুমানিক মূল্য ৮ কোটি টাকারও বেশি। পাল বংশের সময়ের মূর্তি বলে অনুমান করা হচ্ছে। এবার সেই এই মূর্তিগুলো তুলে দেওয়া হয় ট্রাস্ট অব ওয়েস্ট বেঙ্গলের অ্যাডমিনিস্ট্রেটরের হাতে।

    সূত্রের খবর, রবিবার দুপুরে উদ্ধার হওয়া মূর্তিগুলি তুলে দেওয়া হয় ট্রাস্ট অব ওয়েস্ট বেঙ্গলের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অফিসিয়াল বিপ্লব রায়ের হাতে। এদিন উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশের ডিএসপি (ডি এন টি ) এম রহমান সহ নাকাশিপাড়া থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। পুলিশ সূত্রে জানা গেছে, মূর্তিগুলি হাজার হাজার বছরের পুরোনো। তবে গঠন এবং আকৃতি দেখে মনে করা হচ্ছে এগুলি পাল বংশের।

    এই বিষয়ে ট্রাস্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অফিসিয়াল বিপ্লব রায় জানিয়েছেন, “মূর্তিগুলি বহু মূল্যবান কষ্টিপাথরের তৈরি। ভারতীয় মুদ্রায় যার আনুমানিক বাজার মূল্য কমপক্ষে ৮ থেকে ১০ কোটি টাকার ও বেশি। প্রাথমিকভাবে মূর্তিগুলি ওই সরকারি ট্রাস্টের হেফাজতে থেকে মিউজিয়ামের সংরক্ষণ করা হবে। এবং পরবর্তী সময়ে এগুলির প্রদর্শনীসহ ইতিহাসবিদদের গবেষণার কাজে ব্যবহার করা হবে।”

    প্রসঙ্গত, চলতি বছরের গত ১৪ মার্চ নাকাশিপাড়া থানার এলাকায় পুকুর খনন কাজ চলার সময় মূর্তিগুলি মাটির তলা থেকে উদ্ধার হয়। মূর্তি উদ্ধারের পর এলাকাবাসী পুজো অর্চনা করেন।‌ খবর পেয়ে মূর্তিগুলি নিজেদের হেফাজতে নেয় নাকাশিপাড়া থানার পুলিশ। তারপর থেকে এতদিন সেগুলি পুলিশের হেফাজতে ছিল। আর সেই মূর্তিগুলিই এদিন সরকারি নিয়ম মেনে হস্তান্তর করা হয় ট্রাস্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অফিসিয়াল বিপ্লব রায়ের হাতে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img