নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান– গৃহবধূকে মডেলিং টোপ। আর সেই ফাঁদে পা দিতেই লাগাতার ধর্ষনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউসগ্রামে। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ২ জনকে। শুক্রবার ধৃতদের বর্ধমান জেলা আদালতে পেশ করে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
সূত্রের খবর, গত ৭ আগস্ট সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনের মডেলিংয়ের কাজ দেওয়া হবে বলে টোপ দেওয়া হয় পূর্ব বর্ধমানের আউসগ্রামের এক গৃহবধূকে। এরপর তাকে ৭ আগষ্ট আউসগ্রামের ভালকি মাচান রির্সটে নিয়ে যাওয়া হয় বিজ্ঞাপনের ফটোশুটের জন্য। তার কাজ হয়ে যাওয়ার পর ৫,১২০ টাকা পেমেন্ট দেওয়া হয়। এরপর আবার ১৭ আগস্ট ডেকে পাঠানো হয়।
গৃহবধূর অভিযোগ, কাজ দেওয়ার নাম করে ডেকে পাঠিয়ে জোর করে তাকে ধর্ষন করে গোপাল মিশ্র ওরফে অরবিন্দ মিশ্র নামে এক যুবক। এরপর আবার ওই গৃহবধূকে ৩১ তারিখ গুসকরার রিসর্টে ডেকে গোপাল মিশ্র ওরফে অরবিন্দ মিশ্র এবং বঙ্কিম ঘোষ ওরফে বণিক ঘোষ তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ।
এরপর ওই গৃহবধূ ও তাঁর স্বামী থানায় লিখিত অভিযোগ করে এই দুজনের নামে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ দুজনকেই আউসগ্রাম এলাকার তাদের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এদিন তাদের বর্ধমান আদালতে পেশ করে পুলিশ।