নিজস্ব প্রতিনিধি , কলকাতা – কয়েকদিন আগেই বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার স্পেন সফরের ২ দিন আগে রাজ্য মন্ত্রিসভায় রদবদল করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যদিও এই রাজ্য মন্ত্রিসভায় রদবদল এর কথা সাংবাদিক সম্মেলন করে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।।
এদিন মন্ত্রিসভা পুনর্গঠনে জ্যোতিপ্রিয় মল্লিককে বন দফতরের পাশাপাশি শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী। এদিকে দিকে দিকে সমবায় তছরূপের অভিযোগের মধ্যে অরূপ রায়কে সমবায় দফতর থেকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বদলে দায়িত্ব দিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে। অরূপ রায়কে দিলেন খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের দায়িত্ব।
আর এই রদবদলে বাবুল সুপ্রিয় যে পর্যটন দফতরের স্বাধীন রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হারাতে চলেছেন তা একপ্রকার স্পষ্ট ছিল। হলও তাই। পর্যটন দফতর থেকে বাবুল সুপ্রিয় কে সরিয়ে দ্বায়িত্ব দেওয়া হলো ইন্দ্রনীল সেন কে। এদিকে তথ্যপ্রযুক্তির সঙ্গে বাবুল সুপ্রিয়র হাতে এল অচিরাচরিত শক্তি দফতর।