নিজস্ব প্রতিনিধি , কলকাতা – তীব্র প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শনিবার বিকেলে সামনে এলো দেব অভিনীত ‘বাঘা যতীন‘- এর টিজার। স্বাধীনতার সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে দেবকে। অরুণ রায় পরিচালিত এই ছবি বাংলা এবং হিন্দি এই দুই ভাষাতে টিজার লঞ্চ করেছে।
শনিবার ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স‘-এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় টিজার ভিডিও পোস্ট করে লিখেছেন,”দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সগৌরবে উপস্থাপন করছে ‘বাঘা যতীন’-এর টিজার। বাঘা যতীন এক বঙ্গসন্তান যাঁর হুঙ্কারে কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। সেই মহান বলিদান ও লড়াইয়ের বীরগাঁথা নিয়ে বড়পর্দায় আমরা আসছি ১৯ অক্টোবর”। ২০ অক্টোবর মুক্তি পাবে এই ছবির হিন্দি সংস্করণ।
সম্প্রতি উত্তরবঙ্গে ‘প্রধান‘ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন দেব। সেইখান থেকেই শনিবার ছুটে দেব। ‘বাঘা যতীন’- এ দেবের বিপরীতে দেখা যাবে ইন্দুবালার সৃজা দত্তকে। ‘আমি ভারতীয়, এটাই আমার একমাত্র পরিচয়’ এই সংলাপ শুনে যেনো গায়ে কাটা দিয়ে উঠছে। টিজারে বিভিন্ন লুকে দেখা মিলল দেবের। টিজারের শেষে অরিজিৎ সিংয়ের গলায় শোনা গেলো সেই গান ‘আসব ফিরে’।