23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    বাংলাদেশে ভয়ঙ্কর পরিস্থিতি ডেঙ্গুর, কপালে চিন্তার ভাঁজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

    নিজস্ব প্রতিনিধি, ঢাকা- এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম চিন্তা হলো ডেঙ্গু। হু হু করে বাংলাদেশকে গ্রাস করছে এই রোগ। এই পরিস্থিতিতে সে দেশকে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। জানালো তৎক্ষণাৎ সতর্ক না হলে আরও উদ্বেগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের ডেঙ্গিকে ভয়াবহতম ডেঙ্গির আখ্যাও দিয়েছে ‘হু‘ এর কর্মকতারা।

    পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে এবছর এই বর্ষার সময় প্রায় ১ লক্ষ ৩৫ হাজার মানুষ এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুর সংখ্যা তো আরও আশঙ্কা জনক। ৬৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে পরিস্থিতি আগের তুলনায় একটু কম ভয়াবহ। কিন্তু গ্রামের দিকের পরিস্থিতি নিয়ে এখনও বেশ চিন্তিত সে দেশের চিকিৎসা মহল থেকে সরকারও। তাই আপাতভাবে এখনই চিন্তা কমছে না।

    তবে মশাবাহিত রোগের এই ভয়াবহতার জন্য প্রশাসনকে অনেকটা দায়ী করছে সে দেশের সাধারণ জনগণ। তাঁদের দাবি, রাস্তা ঘাটে যেখানে সেখানে বর্ষার জল জমে থাকে। আর তা পরিষ্কারের বালাই নেই সরকারের। আর এতেই মশার লার্ভা জন্মে পরিস্থিতি আরো ভয়ঙ্কর করে দিচ্ছে। তবে দোষ যারই হোক না কেন বিশ্বের দরবারে তা ক্রমশ চিন্তার কারন হয়ে উঠেছে।

    প্রসঙ্গত, শুধু চলতি বছরেই বাংলাদেশের পরিস্থিতি এমন ভয়ঙ্কর হয়েছে এমনটা নয়। এর আগেও ডেঙ্গি ভয়াবহ আকার নিয়েছিল। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, ২০১৯ সালে মৃতের সংখ্যা ছিল ১৭৯ জন। ২০২০ সালে মাত্র ৭ জন মারা গিয়েছিল। ২০২১ সালে মৃত্যুর সংখ্যা ছিল ১০৫ জন। আর ২০২২ সালে মৃত্যু হয়েছ্ল ২৮১ জনের। আর এবার আপাতত তা দাঁড়িয়েছে ৬৫০ জনে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img