নিজস্ব প্রতিনিধি , কলকাতা – এবার রাজ্যের জাতীয় সঙ্গীত তৈরি করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই বিধানসভায় পেশ করা হয় সেই প্রস্তাব। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি বাংলার জল‘ গানটিকে রাজ্য সঙ্গীত করার প্রস্তাব পেশ করেন রাজ্য সরকার। তবে এদিন রাজ্য সঙ্গীতের পাশাপাশি পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রস্তাব রাখা হয়।
বৃহস্পতিবার বিধানসভায় বাংলার বৈশাখ মাসের পয়লা দিনটিতে পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রস্তাব আনে রাজ্য সরকার। সেই প্রস্তাব নিয়ে তুমুল বিরোধিতা চলে বিধানসভায়। তবে স্বাভাবিক ভাবেই শাসকদল বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ থাকায় এই প্রস্তাব অনায়াসে পাশ হয়ে যায়। পয়লা বৈশাখে ‘বাংলা দিবস’ পালনের প্রস্তাবের পক্ষে ১৬৭টি ভোট পরে আর বিপক্ষে পরে ৬২টি ভোট।
সেই সঙ্গে এদিন বিধানসভায় রাজ্যসঙ্গীতও নির্ধারণ করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয় বিধানসভায়। তারপরে বিধানসভায় উপস্থিত শাসক দলের বিধায়ক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার সঙ্গে নিজে গলা মেলান।