23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ভয়াবহ দুর্ঘটনা, বাসন্তী হাইওয়েতে নিয়ন্ত্রণ হারালো যাত্রীবাহী বাস

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা – ফের ভয়ঙ্কর বাস দুর্ঘটনা ঘটল বাসন্তী হাইওয়ের কাছে। কলকাতা থেকে বাসন্তী যাওয়ার পথে ঘটল দুর্ঘটনা। গুরুতর আহত ২৫ জন।

    যা জানা যাচ্ছে, ধামাখালী বিগার্ডেন রুটের বাস ছিল সেটি। ভোজেরহাটের কাছে ফুড ডেলিভারির একটি বাইক বাসন্তী দিক থেকে আসা বাসের পিছন থেকে আসছিল। আর উল্টোদিক থেকে এই ঘাতক বাসটি যাচ্ছিল বাসন্তীর দিকে। এমন সময় আচমকায় ওই বাইক চালক সামনের বাসটিকে ওভারটেক করতে চায়। আর এদিকে বেসরকারি বাসটি দ্রুত গতিতে আসছিল। আচমকায় ওই ডেলিভারি যুবকের বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গিয়ে গাছে ধাক্কা মারে।

    ফুড ডেলিভারির বাইকটিও নিয়ন্ত্রণ হারিয়ে ঘাতক বাসকে ধাক্কা মারে। বরাত জোরে প্রাণে রক্ষা পায় ডেলিভারি বয়। তবে তাঁর ওই সরঞ্জাম সহ বাইক বাসের তলায় ছিটকে ঢুকে যায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২৫ জন যাত্রী। তাঁদেরকে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক তাঁদেরকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আপাতত, বাসন্তী হাইওয়ে দিয়ে গাড়ি চলাচল স্তব্ধ করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে বাসন্তী থানার পুলিশ।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img