23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    অভিষেক গ্রেফতার হতে পারে , দিনক্ষণ জানিয়ে চাঞ্চল্যকর দাবি মমতার

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – ধর্মতলার মঞ্চে তোড়জোড় করে পালিত হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের ২৫ তম প্রতিষ্ঠা দিবস। এদিন মঞ্চে মূল আকর্ষণ তৃণমূলের ‘কমান্ডার’ মমতা বন্দ্যোপাধ্যায় ও ‘সৈনিক’ অভিষেক বন্দোপাধ্যায়ের বক্তব্য। এদিন অভিষেক বন্দোপাধ্যায়ের বক্তব্যের পরেই মঞ্চে ওঠেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠে অভিষেককে গ্রেফতারের ‘আশঙ্কা’ প্রকাশ করেন তিনি। বলেন, এক নেতার কাছ থেকে মেসেজ পেলাম, অভিষেককে নাকি লোকসভা নির্বাচনের আগেই গ্রেফতার করা হবে।’ এরপরেই কেন্দ্রীয় সরকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল সুপ্রিমো।

    মঞ্চ থেকে মু্খ্যমন্ত্রী বলেন, ‘আমায় কালকে একজন মেসেজ দিচ্ছেন অভিষেককে গ্রেফতার করব নির্বাচনের আগে। ওর কম্পিউটারের সব তথ্য নিয়ে গিয়েছে। তারপর কতগুলো ফাইল নিজেরা তৈরি করে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়েছে। আমরাও কম ওস্তাদ নই। আমরাও সব তথ্য বের করে নিয়েছি। এগুলো তোমরা ঢুকিয়েছ। এগুলো ওদের কম্পিউটারে ছিল না। এমনকী ডায়রি করা হয়েছে।’ কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন , আমি অনেক সরকার দেখেছি , কিন্তু এরকম প্রতিশোধস্পৃহামূলক সরকার দেখিনি।

    শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন। এদিন মঞ্চ থেকে মোদি সরকারের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে বলেছেন, ”আমার বিরুদ্ধে এতটুকু যদি প্রমাণ থাকে ইডি, সিবিআইয়ের কাছে,আমি বলছি একটা ফাঁসির মঞ্চ করো। আমি যেদিন এসেছি, তার পরের দিন ইডিকে রেইড করতে পাঠিয়েছে। আমার অফিসের কম্পিউটারে ১৬ টা ফাইল ডাউনলোড করে এসেছে। আবার পরের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যদি রেইড করত, তাহলে আপনারাই বলতেন কলেজের লিস্ট পাওয়া যেত।”

    উল্লেখ্য , সোমবার ধর্মতলার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের ২৫ তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষ্যে একটি সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশের থিম হল অ্যান্টি র‍্যাগিং প্রচার। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার থেকে বিশাল সংখ্যক ছাত্রছাত্রী সমাবেশে যোগ দিয়েছে বলে সূত্রের খবর। জঙ্গল মহল থেকেও এসেছে অনেক ছাত্র ছাত্রী।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img