নিজস্ব প্রতিনিধি , কলকাতা – বাংলা ভবিষ্যতে গেটওয়ে অফ ওয়ার্ল্ড হবে। সোমবার রিয়েল এস্টেট সংগঠনের অনুষ্ঠান এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিন আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল রিয়েল এস্টেট সংগঠনের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই এদিন তিনি এই ঘোষণা করেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন ‘বাংলা থেকে বহু কর্মী ভিন রাজ্যে কাজ করতে চায় সেখানে অনেকেরই মৃত্যু ঘটে, তাদেরকে রাজ্যে ফিরিয়ে নিয়ে এসে কাজ করাতে হবে। আমরা চিমটি ইকোনমিক করিডোর করার পরিকল্পনা করছি। ডানকুনি হলদিয়া করিডর, ডানকুনি কল্যাণী করিডর, ডানকুনি রঘুনাথপুর করিডর। এর ফলে ব্যবসায় অনেক উন্নতি হবে।’
এরপরেই তিনি বলেন,’কলকাতায় জমি খুব মূল্যবান, মুম্বাই, দিল্লি ,ব্যাঙ্গালোর থেকেও বেশি আমাদের ল্যান্ড ব্যাংক আছে। ল্যান্ড ব্যাঙ্ক থেকে যে কোনও শিল্পের প্রয়োজনে জমি পাওয়া সম্ভব। আমাদের রাজ্যে বহু দক্ষ শ্রমিক আছেন। আমাদের রাজ্য থেকে শ্রমিকদের অন্য দেশে-রাজ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকরা সুরক্ষা পান না’,।
মুখ্যমন্ত্রী বলেন, ‘পরিযায়ী শ্রমিকদের কাজে লাগানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা পরিযায়ী শ্রমিকদের নাম-ঠিকানা নথিভুক্ত করছি। ১৫ লক্ষের বেশি শ্রমিকের তালিকা দেব যারা বাইরে কাজ করছে।আপনারা যদি সেটা কাজে লাগান তাহলে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা সুরক্ষা পাবে। আর বাংলার শ্রমিকদের কাজ ভালো, তারা দক্ষ। তাহলে দক্ষ শ্রমিকদের আমরা হাতছাড়া করব কেন। আসলে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি আমাদের রাজ্যের ব্যবসায়ীদের বিরক্ত করছে। আপনারা ভয় পাবেন না। প্রয়োজনে আদালতের সাহায্য নিন।’