23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ভাটপাড়ায় ফের প্রকাশ্যে গুলি , গুরুতর আহত যুবক

    নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা – ফের উত্তপ্ত ভাটপাড়া। সোমবার ভর সন্ধ্যায় কাঁকিনাড়া জুটমিলের শ্রমিককে লক্ষ্য করে পরপর গুলি। গুরুতর আহত ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের নাম বিকাশ বেহরা। তার পায়ে গুলি লেগেছে বলে খবর। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কী কারণে এই গুলি চলল তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে তদন্তে নেমেছে ভাটপাড়া থানার পুলিশ।

    সূত্রের খবর , সোমবার সন্ধ্যায় বিকাশ বেহরা তার বাড়ি ভাটপাড়ার ৫ নম্বর ওয়ার্ডেই উপস্থিত ছিল। এরপর হঠাৎই কয়েকজন এসে তাকে ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডে নিয়ে যায়। এরপর তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একটি তার পায়ে লাগে বলে অভিযোগ। এরপর গুলিবিদ্ধ যুবক বিকাশকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে পরে সেখান থেকে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

    এই বিষয়ে আহতের বাবা জানান, “আমরা কারখানায় কাজ করছিলাম। শুনলাম ওকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেছে। পর পর দু’টো গুলিও করেছে। মাথায় লেগেছে, পায়েও গুলি লেগেছে। কেন মারল, কারা মারল কিছুই জানি না।” তবে পরিবারের অনুমান, পুরোনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img