23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    শুটিংয়ের ফাঁকে অভিনেত্রীকে ধর্ষণ , অভিযুক্ত খোদ সহ অভিনেতা

    নিজস্ব প্রতিনিধি , দিল্লি – বিনোদন জগতে নতুন না প্রায়ই শোনা যায় এমন খবর। অভিনেতা পরিচালক প্রযোজক তারা জোর করে ধর্ষণ করেছেন। ফের এমনই এক চাঞ্চল্য ঘটনা সামনে এলো ভোজপুরি ইন্ডাস্ট্রি থেকে। সহ অভিনেতা পুনীত সিং রাজপুতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী। গত ২৯ আগষ্ট পুলিশের ধর্ষণের অভিযোগ দায়ের করেছে এই অভিনেত্রী।

    অভিনেত্রীর দাবি,”গতমাসে শুটিংয়ের ফাঁকে একেরপর এক শারীরিক অস্বস্তিকর কাজ করতে বাধ্য পুনীত সিং রাজপুত। প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুনীত সিং রাজপুতের সঙ্গে আমার পরিচয় হয়।পুনীতই প্রথম কথা বলা শুরু করে। আমার সঙ্গে খুব মিষ্টি আর ভদ্র ব্যবহার করত। যেহেতু ও চলচ্চিত্র শিল্পে আসতে চাইতো , তাই আমাকে ব্যবহার করে। আমার পরিচিতর মাধ্যমে কাজ পেতে চাইছিল। কিছু সময়ের মধ্যেই আমি ওকে বিশ্বাসও করে ফেলি। তারপরই যাতায়াত বাড়ে আমার বাড়িতে”।

    অভিনেত্রীর আরও দাবি,’ বাড়িতে যখন কেউ না থাকতো , সেই সুযোগে মদ খেয়ে বাড়ি এসে আমার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করে। পুলিশে যাবার কথা বলায় আমার কাছে ক্ষমা চাইত। আমাকে বলত শীঘ্রই বিয়ে করবে আমাকে। আমি তাও বিশ্বাস করতাম। কিন্তু কিছুদিন যেতেই আবার ও সেই এক কাজ করে। রাজি না হওয়ায় চুল ধরে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। প্রথমে আমি চাইতাম কেউ যেন বিষয়টা না জানে , কিন্তু দিনের পর দিন অত্যাচার সহ্য না করতে পেরে আমি পুলিশের দ্বারস্থ হয়েছি’।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img