নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি- ফের ভাঙনের সুর বিজেপিতে। ৫ সেপ্টেম্বর ধূপগুড়ির উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব চলবে। এই মর্মে তৃণমূল- বিজেপি- বাম কংগ্রেস জোট জোর কদমে ভোট প্রচার চালাচ্ছে তাদের প্রার্থীদের হয়ে। এই অবস্থায় ধূপগুড়ির অন্যতম বিজেপি নেতৃত্ব যোগদান করলেন ঘাসফুল শিবিরে। বিজেপির উত্তরবঙ্গের কো অর্ডিনেটর তথা জেলা বিজেপির অন্যতম নেতৃত্ব দীপেন প্রামাণিক এদিন তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন।
সূত্রের খবর, শনিবার ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এদিন প্রচারের সভামঞ্চে সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমুল কংগ্রেস দলে যোগ দেন দীপেন প্রামাণিক।
যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপেন প্রামাণিক বলেন, “বাংলা তথা ভারতের উন্নয়নের স্বার্থে আমি মা মাটি মানুষের দলে যোগদান করলাম। স্বেচ্ছায় স্বতস্ফুর্তভাবে আমি তৃণমূলের পতাকা তুলে নিয়েছি। ধূপগুড়ি উপনির্বাচনের তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করা এখন আমার একমাত্র লক্ষ্য। আমার কারোর প্রতি ক্ষোভ নেই, বিজেপিকে বলেই দল ছেড়েছি আমি।”
অন্যদিকে, বিজেপির দাবি দীপেন প্রামাণিকের তৃণমূলে যোগ দেওয়া ছিল সময়ের অপেক্ষা মাত্র। দিন দিন তাঁর বিজেপির বর্তমান জেলা সভাপতির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটছিল। আর অন্যদিকে তৃণমূলের জেলা নেতৃত্বের সঙ্গে তার সখ্যতা বাড়ছিল। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূলে যোগদান করলেন দীপেন প্রামাণিক।