নিজস্ব প্রতিনিধি , মুম্বই – ২০২১ সালে ডিসেম্বর মাসে গাঁটছড়া বাঁধেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। প্রেম করে বিয়ে করেছেন তারা। এযাবৎ কালে রণবীর-দীপিকার পর বলিউডের অন্যতম হিট এবং হট জুটি। এবার কি তাদের দেখানো পথেই হাঁটছেন ভিকির ভাই সনি ও ক্যাটরিনার বোন ইসাবেল কাইফ? বর্তমানে তা নিয়েই জল্পনা তুঙ্গে।
এখন প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে ভিকির ভাই সানি কৌশল আর ক্যাটরিনার বোন ইসাবেল কাইফকে। প্রথমে একটি ইভেন্টে দেখা যায় তাদের। একসঙ্গে পোজ দিয়ে ছবিও তোলেন তারা। এরপরই একদিন রাতে একই গাড়ি থেকে নামতে দেখা যায় সানি ও ইসাবেলকে। গত রবিবার ২৭শে আগস্ট বান্দ্রায় দেখা যায় তাদের। এদিন তো তারা আবার টুইনিং করেছিলেন।
প্রসঙ্গত , অভিনেত্রী শর্বরী ওয়াঘের সঙ্গে সানি কৌশলের সম্পর্কের কথা শোনা যেত বিগত কয়েক বছর ধরে। তবে দুজনের কেউই এই বিষয়ে কিছু বলেননি। কিন্তু বেশ কিছুদিন তাদের একসঙ্গে দেখা যাচ্ছে না। তাই জল্পনা আরও তুঙ্গে।
এদিকে সানি এবং ইসাবেলের ঘনিষ্টরা জানিয়েছেন, ” তারা পারিবারিক বন্ধু। তাই তারা একে অপরের কোম্পানিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখান থেকে লোকেরা অনুমান করতে পারেননা যে তারা ডেট করছে। আউটিংয়ের সময় তাদের ভালো বন্ধুর মতোই মনে হয়েছে”।