23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    অগ্নিগর্ভ খেজুরি! স্থায়ী পঞ্চায়েত সমিতি গঠনে বিডিও অফিসে ব্যাপক বোমাবাজি

    নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর- ফের অশান্ত পূর্ব মেদিনীপুরের খেজুরি। মঙ্গলবার ছিল খেজুরি ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী পঞ্চায়েত সমিতি গঠন। এই মর্মে শুরু হয়েছিল ভোটদান পর্ব। এই আবহেই হঠাৎ বোমাবাজিতে কেঁপে উঠল খেজুরি। ভোটাভুটির সময় খেজুরির বিডিও অফিসে বোমা পড়ে। ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর পেয়ে উপস্থিত হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

    সূত্রের খবর, পূর্ব পরিকল্পনা অনুযায়ী এদিন খেজুরি ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী পঞ্চায়েত সমিতি গঠনের লক্ষ্যে ভোটাভুটি চলছিল। এর মধ্যেই উপস্থিত হন কাঁথির সংসদ শিশির অধিকারী এবং বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী। এরপরেই তাদের সমর্থকরা বাক বিতন্ডায় জড়িয়ে পরে। শুরু হয় হাতাহাতি। আর এর পরেই ব্যাপক বোমাবাজি চলে। বিডিও অফিসের ছাদেই চলে বোমাবাজি। বিডিও অফিসের বিল্ডিং উপস্থিত ছিলেন কাঁথি সাংসদ শিশির অধিকারী। তবে তার কোনো ক্ষতি হয়নি।

    এই ঘটনায় বিজেপির দাবি, তৃণমূল ভয়ের বাতাবরণ সৃষ্টি করার জন্যই বোমাবাজির ঘটনা ঘটাচ্ছে। এইসব করে জিততে চাইছে। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। শাসকদলের দাবি, বিজেপি হেরে যাবার ভয়ে বোমা ছুঁড়ছে। আর তৃণমূলের বদনাম করছে।

    এই প্রসঙ্গে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই “সৌমেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা তলানিতে এসে ঠেকেছে এটা তার প্রমাণ। স্থায়ী পঞ্চায়েত সমিতি গঠন করতে এসেও বাধা প্রাপ্ত হতে হচ্ছে। প্রশাসনের কাছে দাবি জানাবো তারা যেন পরিস্থিতি কঠোর ভাবে সামলায়।”

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img