নিজস্ব প্রতিনিধি , ব্রাসিলিয়া – জুন মাসের পর ফের ভয়াবহ বিধ্বংসী ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড পরিস্থিতি ব্রাজিলের। এদিন ব্রাজিলের দক্ষিণাঞ্চলে এই ভয়াবহ ঘূর্ণিঝড়ে মৃত্যু হয়েছে প্রায় ২১ জনের ৷ এই ঝড় এতটাই ভয়ঙ্কর যে , ব্রাজিল প্রশাসন একে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করেছে। এই ঝড়ে এদিন প্রায় ৬০টিরও বেশি শহর তছনছ নয় গেছে। ঘরছাড়া প্রায় ২ হাজার পরিবার। তাদের জরুরি ভিত্তিতে সরানোর কাজ শুরু করেছে প্রশাসন।
সূত্রের খবর , সোমবার মধ্যরাত থেকে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে এই ভয়াবহ ঝড় শুরু হয় , সঙ্গে চলে বৃষ্টি। ভয়াবহ এই ঝড়ের কারণে নদীর জল ফুলেফেঁপে ওঠে। যার ফলে জল ঢুকে শহরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।বন্যার হাত থেকে বাঁচতে মানুষ বাড়ির ছাদে উঠে বসে। এদিকে পরিস্থিতি খারাপ হওয়ার আগামী ৭২ ঘন্টা শহরবাসীকে অন্যত্র আশ্রয় নিতে বলেছে প্রশাসন।
এদিন গোটা ঘটনা প্রসঙ্গে রিও গ্র্যান্ডের গভর্নর জানিয়েছেন,’ এটা জাতীয় স্তরের বিপর্যয়। এই ঝড়ে এদিন একইবাড়ির ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও টাকুয়ারি নদীতে উদ্ধার কাজ করার সময় পড়ে গিয়ে একজন মহিলার মৃত্যু হয়েছে। মহিলাকে বাঁচাতে গিয়ে একজন নিরাপত্তা কর্মী আহত হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। আমরা যত দ্রুত পারবো সব স্বাভাবিক করবো। উদ্ধার কাজ শুরু হয়েছে।’।