23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    চন্দ্রযান-৩ এর সাফল্যকে ভিক্ষার তকমা , ব্রিটিশ মিডিয়াকে তুলধোনা ভারতের

    নিজস্ব প্রতিনিধি , লন্ডন – গত বুধবার বিশ্বের বুকে ইতিহাস সৃষ্টি করে সন্ধ্যা ৬.০৩ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে অবতরণ করেছে ইসরোর তৈরি চন্দ্রযান-৩। কয়েক মুহূর্তেই ইতিহাস গড়েছে ভারত। তারপর থেকেই একাধিক দেশ ভারতের এই সাফল্যকে ঈর্ষার চোখে দেখা শুরু করেছে। মুখে না বললেও পরিস্থিতি এমন যেন বুক ফাঁটছে তো মুখ ফাঁটছে না। কিন্তু এই পরিস্থিতির মধ্যেই ভারতের এই সাফল্যকে ভিক্ষার সঙ্গে তুলনা করছে ব্রিটিশ মিডিয়া। তাদের দাবি , এর গোটা টাকাটা ব্রিটেনের দেওয়া। তাই ২.৩ বিলিয়ন পাউন্ড ভিক্ষা ফেরত দেওয়া হোক। কারণ মহাকাশ গবেষণার জন্য ভিক্ষা দেওয়া হবে না। কিন্তু এই খবর প্রকাশ্যে আসতেই পাল্টা ব্রিটিশদের চুরি করা ৪৫ ট্রিলিয়ান ফেরানোর দাবি জানাল ভারত। একইসঙ্গে ভারতের সম্পত্তি লুঠ নিয়ে ব্রিটিশদের তুলধোনা করে ছাড়লো ভারত

    সম্প্রতি , ব্রিটিশ চ্যানেলের সঞ্চালক প্যাট্রিক ক্রিস্টিস দাবি করে, ‘আমি চাঁদের অন্ধকার দিকে অবতরণের জন্য ভারতকে অভিনন্দন জানাচ্ছি। তবে ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত ব্রিটেন থেকে ২.৩ বিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় ২৩০ কোটি) ভিক্ষা নিয়েছে ভারত। তা এবার ফিরিয়ে দিক। আগামী বছরেও ব্রিটেন থেকে ৫৭ লক্ষ পাউন্ড ভিক্ষা পাওয়ার কথা ভারতের। কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই ব্রিটিশ করদাতাদের , যে মহাকাশ গবেষণার জন্য আমাদের ভিক্ষা দেওয়া উচিত নয়’। 

    ক্রিস্টিসের আরও দাবি, ‘চাঁদের অন্ধকার পৃষ্ঠে রকেট পাঠাতে পারলে ভারতের আমাদের সামনে হাত পাতা উচিত নয়। ভারতে ২৯ মিলিয়ন মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। জাতিসংঘের মতে, এটি বিশ্বের যেকোনো স্থানে সর্বোচ্চ। ৩.৭৫ ট্রিলিয়ন ডলারের বার্ষিক জিডিপি সহ ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। আমরা কেন দারিদ্র্যপীড়িত ভারতকে টাকা দিচ্ছি? যখন তাদের সরকার এই নিয়ে মাথা ঘামাবে না?’ এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ঝড় উঠেছে। 

    এরপরই আসরে নামে ভারতীয়রা। ব্রিটিশ সাংবাদিককে তুলধোনা করে ভারতীয়রা বলেন , ১৭৬৫ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত ভারতকে লুটেপুটে নিয়েছে ব্রিটিশরা , ঠিক চোর ডাকাতের মতো। এমনকি ভারতের মূল সম্পদ কোহিনুর হিরে পর্যন্ত চুরি করে নিয়ে গেছে ব্রিটিশরা। ২০০ বছরের শাসনকালে ভারত থেকে ৪৫ লক্ষ কোটি ডলার পরিমাণ সম্পদ লুঠ করেছে ইংরেজরা। এবার সেই অর্থ আগে ফেরত দাও। নির্লজ্জ চোর ডাকাতদের মতো ভারতকে শোষণ করে লুটেপুটে নিয়ে যাওয়ার পরও ভারত আজ নিজের পায়ে দাঁড়িয়ে যা করতে পেরেছে , ব্রিটেন তার আধাও করতে পারিনি। কিসের গর্ব এত? ভারতের সাফল্যে এতো বুক ফাঁটছে? তৈরি থাকুন আগামী দিনে আরও ফাটবে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img