23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    বেসরকারি বাস বনধের ডাক উত্তর দিনাজপুরে, সমস্যার মুখে পড়তে পারে যাত্রীরা

    নিজস্ব প্রতিনিধি,‌ উত্তর দিনাজপুর- টোটো-অটো অবাধ চলাচল রুখতে এবার বড়ো পদক্ষেপ বেসরকারী বাস মিনিবাস সংগঠনের। ১১ আগস্টের মধ্যে অটো টোটো নিয়ন্ত্রণ না করা গেলে ১২ আগস্ট বাস বনধের ডাক দিল বেসরকারী বাস মিনিবাস সংগঠন। আর এর জেরে যাত্রীরা দুর্ভোগের শিকার হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।

    রবিবার উত্তর দিনাজপুরের বাস মিনিবাস অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামানিক সাংবাদিক সম্মেলন করে বলেন, আমরা দীর্ঘদিন ধরেই জাতীয় সড়কে টোটোর অবাধ চলাচল বন্ধ করতে জেলা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। কিন্তু তা কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। এজন্য আমরা এই বনধের ডাক দিয়েছি। ১১ সেপ্টেম্বরের মধ্যে বন্ধ না হলে ১২ সেপ্টেম্বর আমরা যাত্রীবাহী বাস চালানো‌ বন্ধ করে দেবো।

    প্রসঙ্গত, চলতি সপ্তাহেই জাতীয় সড়ক, রাজ্যের হাইওয়ে এবং বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ রাস্তায় বেআইনি টোটো, অটো এবং তিন চাকার যান চলাচল নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। এমনকি বেআইনি টোটো, ই-রিকশার উৎপাদন পুরোপুরি বন্ধ করা হবে বলেও জানানো হয়েছে। তা সত্ত্বেও টোটো অটোর অবাধ চলাচল মেন নির্মূল করা যাচ্ছে না। এই অবস্থায় বাস বনধের ডাক দিয়েছে উত্তর দিনাজপুরের বেসরকারী বাস মিনিবাস সংগঠন।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img