নিজস্ব প্রতিনিধি , দিল্লি – গত ৫ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ-সহ দেশের ৬ রাজ্যের ৭টি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল। আর আজকে তার ফল ঘোষণা শুরু হয়েছে। এদিকে সবাই অধীর আগ্রহে বসে আছে এই ফলাফলে কে যেতে সেটা দেখার জন্য। সামনের লোকসভা নির্বাচনের আগে মোদি ম্যাজিক জেতে নাকি ইন্ডিয়া জোটের কাছে সেই ম্যাজিক ফিকে হয়ে যায়। কিন্তু শুরুতেই দিকে দিকে জোর ঝটকা খেতে শুরু করেছে মোদি সরকার।
পশ্চিমবঙ্গের ধূপগুড়ি, ঝাড়খন্ডের দুমরি, কেরলের পুথুপল্লি, ত্রিপুরার ধানপুর ও উত্তরাখন্ডের বাগেশ্বরের বিধায়কদের মৃত্যু হয়েছে। ত্রিপুরার বক্সানগরে ও উত্তরপ্রদেশের ঘোসির বিধায়করা ইস্তফা দিয়েছেন। তাই এই সাতটি কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। আর আজ তার ফল ঘোষণা।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ধূপগুড়ি কেন্দ্রে ৬ রাউন্ড গণনা শেষে ৩৭০০ ভোটে এগিয়ে তৃণমূল। আবার উত্তরপ্রদেশের ঘোসি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট পরেছে ৫০.৭৭ শতাংশ। এই কেন্দ্রে প্রায় ৪ হাজার ভোটে এগিয়ে সমাজবাদী পার্টির প্রার্থী সুধাকর সিং। অনেকটা পিছিয়ে বিজেপি।
ঝাড়খন্ডের দুমরি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট পরেছে ৬৪.৮৪ শতাংশ। এই কেন্দ্রে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে প্রায় ১৩০০ ভোটে এগিয়ে ইন্ডিয়া জোটের ঝাড়খন্ড মুক্তি মোর্চার প্রার্থী বেবি দেবী। পিছিয়ে পিজেপি। উত্তরাখন্ডের বাগেশ্বর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এগিয়ে কংগ্রেসের বসন্ত কুমার।
ত্রিপুরার ধানপুরে অনেকটা এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ। ত্রিপুরার বক্সনগর বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তফজ্জল হুসেন। আবার কেরলের পুথুপল্লী কেন্দ্রে এগিয়ে কংগ্রেসের প্রার্থী ওমেনচণ্ডীর ছেলে কুনজুননু। সব ফলাফল দেখে এটাই বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া জোটের দিকেই পাল্লা ভারী।