নিজস্ব প্রতিনিধি , কানাডা – চলতি মাসের শুরুতে ভারতের সঙ্গে বৈদেশিক বাণিজ্য চুক্তি বিচ্ছিন্ন করেছে কানাডা। যার মূলে ছিল খালিস্থানি সমস্যা। কারণ বলাইবাহুল্য দিনে দিনে কানাডায় খালিস্তানিদের তান্ডব বেড়েই চলেছে।এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি জঙ্গি বলে আখ্যা দেওয়া হলো খালিস্থানিদের পক্ষ থেকে। একইসঙ্গে কানাডার হিন্দু মন্দিরে ভারত বিরোধী স্লোগান লিখেও হামলা চালিয়েছে খালিস্তানিরা। এই নিয়ে গত ২ মাসে দ্বিতীয়বার কানাডার হিন্দু মন্দিরে ভারত বিরোধী স্লোগান লেখার ঘটনা ঘটল। তবে তা নিয়ে একপ্রকার নির্বিকার কানাডা প্রশাসন।
সূত্রের খবর , কানাডার কলম্বিয়া প্রদেশের শ্রী মাতা ভামেশ্বরী দুর্গা দেবী সোসাইটির মন্দিরের দেওয়ালে এদিন কালো রঙ দিয়ে ভারত ও হিন্দু বিরোধী স্লোগান লিখেছে খালিস্তানিরা। সেখানে লেখা রয়েছে, ‘মোদি একজন জঙ্গি’, ‘পাঞ্জাব ভারতের অংশ নয়’। চলতি বছরে এই নিয়ে ২ বার স্লোগান ও ৪ বার মন্দিরে হামলা চালাল খালিস্তানিরা। ভারত এই ঘটনায় তীব্র প্রতিবাদও জানিয়েছে। তবে গত ৪ মাসে কানাডা ও ভারতে মোট ৮ জন খালিস্থানি নেতা হত্যাও হয়েছে। খালিস্থানিদের দাবি , তাদের আন্দোলন দমিয়ে দিতে তাদের হত্যা করতে ‘র’কে কাজে লাগাচ্ছে মোদি প্রশাসন।
সম্প্রতি কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে অবস্থিত লক্ষ্মী নারায়ণ মন্দিরে ভাঙচুর চালিয়েছিল খালিস্থানিরা। এরপর মন্দিরের দরজায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের ছবি সাটিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় বেজায় ক্ষিপ্ত হয়েছিল দেশ-বিদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষরা। ঠিক তার কিছুদিন পরই কানাডায় পর পর ২ খালিস্থানি নেতাকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। তারপর বেশ কয়েকমাস শান্ত ছিল পরিস্থিতি। গত ২ দিন ধরে আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।