নিজস্ব প্রতিনিধি , কানাডা – চীনের পর বৈদেশিক রাজনীতিতে ফের সমস্যায় ভারত। গত কয়েক মাস আগে থেকেই কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমেই তলানিতে যাচ্ছিল। এবার তা একেবারে বড়ো আকার ধারণ করলো। ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধই করে দিল কানাডা। গত জুন মাসের কানাডায় ভারতীয় দূতাবাসে হামলা চালায় খালিস্তানি জঙ্গিরা। তা নিয়ে সেভাবে কোনও পদক্ষেপ নেয়নি কানাডা প্রশাসন। এই নিয়ে তীব্র প্রতিবাদ করেছিল ভারত। তারপর থেকেই কানাডার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পরিস্থিতি হয়। এরমাঝেই এবার ভারতের সঙ্গে বাণিজ্যিক চুক্তি স্থগিত করল কানাডা।
গত ২০১০ সাল থেকে দুই দেশের মধ্যে প্রথম প্রাথমিক বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা হয়। এরপর গত মে মাসে প্রাথমিক বাণিজ্যিক চুক্তি করার ইচ্ছা প্রকাশ করেছিল ভারত-কানাডা সরকার। কিন্তু ৩ মাস পরই চিত্রটা সম্পূর্ণ বদলে গেল। এই খালিস্থানি বিতর্কের জেরে বাণিজ্য বন্ধ করার কথা ঘোষণা করলেন জাস্টিন ট্রুডোর সরকার। এই ঘোষণার পরেই ফের ২ দেশের মধ্যে বৈদেশিক সম্পর্কও প্রশ্নের মুখে পড়েছে। একইসঙ্গে তীব্র উদ্বেগের মধ্যে পড়েছে কানাডায় বসবাসরত ভারতীয়রা।
গোপন সূত্রের খবর , ভারতে অনুষ্ঠিত আসন্ন জি-২০ সম্মেলনে অংশ নেবেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই কারণেই বাণিজ্য আলোচনার জটিলতা এবং কানাডার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বাণিজ্যিক চুক্তি স্থগিত করা হয়েছে। তবে এই বৈঠকে ইতিবাচক আলোচনার মধ্যে দিয়ে আবার ২ দেশের সম্পর্ক আগের অবস্থা ফিরবে।