নিজস্ব প্রতিনিধি, কলকাতা- আজ অর্থাৎ ১ সেপ্টেম্বর মু্খ্যমন্ত্রীর কথা মতো রাজ্য জুড়ে পালিত হচ্ছে পুলিশ দিবস। পুলিশদের কুর্নিশ জানাতেই মু্খ্যমন্ত্রী ১ সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। তাই সেই উপলক্ষে এদিন রাজ্য জুড়ে পালিত হচ্ছে পুলিশ দিবস। রাজ্যের অন্যান্য থানার মতো এদিন লালবাজারেও পালিত হলো পুলিশ দিবস। দুপুর ২ টো নাগাদ লালবাজারে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সঙ্গে উপস্থিত ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার শঙ্খশুভ্র চক্রবর্তী।
পতাকা উত্তোলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, “এটা আমাদের জন্যে খুব গুরুত্বপূর্ণ দিন। পুলিশ দিবস হিসেবে আমরা পালন করছি। প্রত্যেকটা পুলিশ ম্যানের জন্য আমরা খুব গর্বিত বোধ করি।”
পাশাপাশি যাদবপুর কান্ড নিয়ে বিনীত গোয়েল বলেন, তদন্ত খুব ভালোভাবে এগোচ্ছে। এটাতে আমাদের হোমিসাইড লোকাল পুলিশ স্টেশন যুক্ত আছে। যারা যুক্ত ছিলেন অনেকেই গ্রেফতার হয়েছেন। তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। আমরা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা এই ঘটনার শেষ দিকে যাব।
প্রসঙ্গত, ২০২০ সালে করোনার সময়ে পুলিশদের কাজের সম্মান দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ সেপ্টেম্বর দিনটি পুলিশ দিবস হিসেবে ঘোষণা করেন। ঘোষণার সময় তিনি উল্লেখ করেন নারী দিবস আছে ডাক্তার দিবস আছে আর যারা আমাদের জন্য প্রাণ দিতে পারবে তাদের জন্য একটা দিন কেন উৎসর্গ করা হবে না। তাই তারপর থেকেই ১ সেপ্টেম্বর প্রতিবছর সারা রাজ্যে বিভিন্ন জেলায় এই দিনটি পুলিশ দিবস হিসেবে পালিত হয়ে থাকে।