23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    কেন্দ্রীয় আইনমন্ত্রী এক নম্বর দুর্নীতিগ্রস্ত , বিস্ফোরক দাবি খোদ বিজেপি বিধায়কের

    নিজস্ব প্রতিনিধি , দিল্লি – ফের বিজেপির অন্দরের বিরোধ প্রকাশ্যে। এক বিজেপির সদস্য অন্য বিজেপির সদস্যকে দুর্নীতিগ্রস্ত বলে আখ্যা দিয়েছেন।‌ ঘটনাটি আসলে রাজস্থানের। রাজস্থানের একটি সভা থেকে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করেন। যা নিয়ে রীতিমত শোরগোল পড়েছে বিজেপির অন্দর মহলে।

    সূত্রের খবর , রাজস্থানের ভিলওয়ারার একটি গ্রামে জনসভার সময় রাজস্থান বিধানসভা প্রাক্তন স্পিকার তথা বিজেপি বিধায়ক কৈলাশ মেঘওয়াল বলেছেন, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে “এক নম্বর দুর্নীতিগ্রস্ত ”। সঙ্গে তিনি এও বলেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলবেন তাকে মন্ত্রীসভা থেকে সরিয়ে দিতে।

    জানা গেছে , রাজস্থানের নবনির্মিত শাহপুরা জেলার ফুলিয়াকালান মহকুমার কোথিয়ান গ্রামে শাহপুরাকে একটি জেলা করার জন্য শাহপুরার স্থানীয় বিধায়ক কৈলাশ মেঘওয়ালের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠান থেকেই সাংবাদিকদের সামনে মেঘওয়াল জানান, কেন্দ্রীয় আইনমন্ত্রী তাঁর এলাকার রাজনীতির বিষয়ে হস্তক্ষেপ করছেন। অর্জুন রাম মেঘওয়ালের বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন এবং তাকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানাবেন। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে তার পদ থেকে অপসারণ করতে হবে। তবে এই সভা থেকেই মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং স্পিকার সিপি জোশীর প্রশংসা করেন ।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img