নিজস্ব প্রতিনিধি , হায়দ্রাবাদ – ৩৭৮ কোটি টাকার দুর্নীতি মামলায় শুক্রবার গভীর রাতে গ্রেফতার হয়েছিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু (N. Chandrababu Naidu)। তারপর এদিন আদালতে পেশ করা হলে তেলুগু দেশম প্রধান চন্দ্রবাবু নায়ডুকে (chandrababu) ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠাল বিজয়ওয়াড়ার অ্যান্টি করাপশন ব্যুরো আদালত।
‘অন্ধ্রপ্রদেশ স্কিল ডেভেলপমেন্ট’ দুর্নীতি মামলায় ম্যারাথন জেরার পর শুক্রবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবুকে গ্রেফতার করে পুলিশ। ২০২১ সালে এই দুর্নীতির মামলায় চন্দ্রবাবুর (chandrababu) বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।
টিডিপি সূত্রের খবর , দলীয় কর্মসূচি উপলক্ষ্যে অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালে ছিলেন চন্দ্রবাবু (chandrababu) । একটি জনসভায় ভাষণ দেওয়ার পরে ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন। শুক্রবার ভোররাতে সেখানেই হানা দেয় সিআইডি এবং অন্ধ্র পুলিশ।সকাল ৬টা নাগাদ চন্দ্রবাবুকেকে গ্রেফতার করে ভ্যানিটি ভ্যান থেকে বার করে আনা হয়।
গ্রেফতারির পর মাঝরাত পযন্ত টানা জিজ্ঞাসাবাদ করা হয় চন্দ্রবাবুকে। তারপর রবিবার সকালে চন্দ্রবাবুকে পেশ করা হয় বিজয়ওয়াড়ার আদালতে। সন্ধ্যায় টিডিপি প্রধানকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর ঘোষণা করে আদালত। জানা গেছে এদিন প্রথম মুখ্যমন্ত্রীকে আদালত থেকে প্রথমে বিজয়ওয়াড়ার এসআইটির অফিসে নিয়ে যাওয়া হবে। তরপর সেখান থেকে সোমবার ভোরে রাজামুন্দ্রির জেলে পাঠানো হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।