23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    চাঁদেও ইন্ডিয়ারাজ , ইতিহাস সৃষ্টি করে সাউথ পোলে অবতরণ করলো চন্দ্রযান-৩

    নিজস্ব প্রতিনিধি , দিল্লি – বহু অপেক্ষাকৃত সন্ধিক্ষণের সাক্ষী থাকল গোটা দেশ। অবশেষে পৃথিবীর একমাত্র উপগ্রহের মাটিতে অবতরণ করল চন্দ্রযান-৩। পূর্ব নির্ধারিত সময় মতোই সফলভাবে সম্পন্ন হল চন্দ্রযানের যাত্রা। আর এই সফলযাত্রার সাক্ষী থাকল গোটা ভারত। 

    ইসরো সূত্রের খবর , ভারতই প্রথম যে চাঁদের সাউথ পোলের মাটি ছুঁয়েছে। এদিন সন্ধ্যা ৬ টা ৩ মিনিট নাগাদ অবতরণ করেছে চন্দ্রযান-৩। চন্দ্রযান-৩ চাঁদের বুকে অবতরণ করার কিছুক্ষনের মধ্যেই সেখানে থেকে বেরিয়ে এসেছে রোভার। যা আগামী ১৪ দিন চাঁদের বুকে অভিযান চালাবে।

    উল্লেখ্য , চন্দ্রযান -১ এবং চন্দ্রযান-২ এর ব্যর্থতার পর ভারতের সাফল্য পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করল। ২০১৯ সালে চন্দ্রযান-২ উৎক্ষেপণ করেছিল ইসরো। তবে তা চাঁদের কাছাকাছি গিয়েও সফলভাবে অবতরণ করতে পারে নি। আর ইসরো বিজ্ঞানীদের তা থেকে শিক্ষা নিতেই সফল হল চন্দ্রযানের যাত্রা। 

    গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এই চন্দ্রযান-৩। এইসময়ও বার বার পিছিয়ে গেছে। এমনকি অবতরণের সময় নিয়েও তাড়াহুড়ো করতে চায়নি ইসরোর বিজ্ঞানীরা। কারন‌ একটাই, ফের ব্যর্থতার সম্মুখীন হবার ভয়। তবে সেই শঙ্কা সত্যি হয়নি। বরং আরও সাফল্যের সঙ্গে দেশবাসীকে অবাক করে চাঁদের মাটি ছুঁলো চন্দ্রযান-৩

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img