23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ভূমিকম্পে কাঁপছে চাঁদের রুক্ষ মাটি , প্রজ্ঞানের ক্যামেরায় ধরা পড়লো চাঞ্চল্যকর তথ্য

    নিজস্ব প্রতিনিধি , দিল্লি – গোটা বিশ্বের বুকে ইতিহাস তৈরি করে গত ২৩ শে আগস্ট সন্ধ্যা ৬.০৩ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে অবতরণ করেছে ভারতের চন্দ্রযান-৩। অবতরণের পর থেকেই ইতিমধ্যেই রোভার প্রজ্ঞান দুর্বার গতিতে তথ্য সংগ্রহের কাজ চালাচ্ছে। কিন্তু সেই তথ্য সংগ্রহ করতে গিয়েই চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ করল ইসরো। বিক্রম ও প্রজ্ঞানের পরীক্ষা-নিরীক্ষা চলাকালীন কেঁপে উঠেছে চাঁদের রুক্ষ মাটি। অর্থাৎ শুধু পৃথিবী নয় , চাঁদেও ভূমিকম্প হচ্ছে।

    ইসরো সূত্রের খবর , গত ২৬ শে আগস্ট ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে এই প্রথম ভূমিকম্প চিহ্নিত করেছে। এই ভূমিকম্পকে চিহ্নিত করেছে ল্যান্ডার বিক্রমের ইনস্ট্রুমেন্টস ফর লুনার সিসমিক অ্যাক্টিভিটি। তবে এরআগে চাঁদের মাটিতে কম্পন শনাক্ত করেছিল রোভার প্রজ্ঞান। তবে চাঁদের মাটিতে কি করে ভূমিকম্প এবং কি কারণেই বা ভূমিকম্প হয়েছে? সেটাই এখন ইসরোর মূল জানার বিষয়।

    পরীক্ষা নিরীক্ষা চালাতে চালাতে ইতিমধ্যেই চাঁদের উষ্ণতা পরীক্ষা করেছে রোভার প্রজ্ঞান। এই মুহূর্তে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রপৃষ্ঠের উষ্ণতা ৪০-৪৫ ডিগ্রির আশেপাশে। অর্থাৎ পৃথিবীর থেকে সামান্য বেশি। আবার চন্দ্রপৃষ্ঠ থেকে ১০ সেন্টিমিটার গভীরে তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি। অর্থাৎ এটা খুব অস্বাভাবিক বিষয়। তথ্য পরীক্ষা করে বিজ্ঞানীরা জানতে পেরেছে , চাঁদে প্রতি ২০ মিলিমিটার গভীরে বিভিন্ন রকমের তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। চাঁদের এই মাটি পরীক্ষার জন্য ইসরো ‘চেস্ট যন্ত্র‘ ব্যবহার করছে। সবমিলিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে রীতিমতো ময়নাতদন্ত চালাচ্ছে ইসরো।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img