নিজস্ব প্রতিনিধি, কলকাতা- ১০০ দিনের কাজের প্রকল্পে অর্থ বরাদ্দ না করা নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্র-রাজ্য তরজা চলছে। এরই প্রতিবাদে আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তির দিন নিউ দিল্লির রামলীলা ময়দানে একটি প্রতিবাদ সভা করতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু মেলেনি অনুমতি। আর এবার এই নিয়ে দিল্লি পুলিশকে তুলোধোনা করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে রেখে দিল্লি পুলিশকে ধিক্কার জানিয়েছেন তিনি।
মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “একটা দুটো নয়, একুশটা নির্বাচনে তৃনমূল কংগ্রেসের কাছে বিজেপি হেরে গিয়েছে। এই কারনেই কেন্দ্রের প্রতিশোধ নেবার স্পৃহা বেড়ে যাচ্ছে। তাই যে বিরাট অঙ্কের টাকা পাওয়ার কথা কেন্দ্রের থেকে তা আটকে রেখেছে। মানুষ একশো দিনের কাজ করে সেই টাকা পাচ্ছে না। তাদের অধিকার থেকে তারা বঞ্চিত। আবার এই নিয়ে আন্দোলন করতেও দেবে না কেন্দ্র সরকার। পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্প বিশেষ করে ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, তার জন্য তৃণমূল ধর্না করতে চাইছিল দিল্লিতে, কিন্তু দিল্লি পুলিশ পারমিশন দিচ্ছে না, তাদের এই আচরণে ধিক্কার জানাই।”
প্রসঙ্গত, ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনে দিল্লিতে রামলীলা ময়দানে একটি প্রতিবাদ সভার আয়োজন করতে চেয়েছিল এরাজ্যের শাসকদল। মূলত রামলীলা ময়দানে মনরেগা প্রকল্পের টাকা আটকে রাখার প্রতিবাদেই সভা হতো। এই নিয়ে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল দিল্লি পুলিশের কাছে। তবে, দিল্লি পুলিশ সেই অনুমতি দেয়নি। আর তাতেই সরব হয়েছে তৃনমূল কংগ্রেস।
এর আগে, তৃনমূলের মুখপাত্র কুনাল ঘোষ স্বাধীনতার অধিকার খর্ব করা হচ্ছে বলে জানিয়েছিলেন। তাঁর দাবি ছিল , “বাংলার কণ্ঠ রোধ করা হচ্ছে। ন্যায্য পাওনার লড়াইয়ের কণ্ঠরোধ করা হল। বিজেপিই এই সভা করতে দিল না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত।” তবে অনুমতি না মেলায় তৃণমূলের তরফে কি পদক্ষেপ নেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়।